TRENDING:

ফোনের নেশায় বুঁদ ? আসক্তি তাড়ানোর ৫ মোক্ষম দাওয়াই

Last Updated:
জেনে নিন এই নেশা কাটানোর কয়েকটি উপায়
advertisement
1/6
ফোনের নেশায় বুঁদ ? আসক্তি তাড়ানোর ৫ মোক্ষম দাওয়াই
রাস্তায় হাঁটছেন বা টয়লেটে — কিছুতেই কি চোখ সরাতে পারেন না মোবাইলের স্ক্রিন থেকে? রাতে শুতে যাবার সময় ফেসবুক বা হোয়াটস অ্যাপের মেসেজ চেক না করলে কি ঘুম আসে না ? জেনে নিন এই নেশা কাটানোর কয়েকটি উপায় (Photo collected)
advertisement
2/6
কাজ থেকে বাড়িতে ফেরার পরে মোবাইলটিকে সাইলেন্ট করে দিন। খুব প্রয়োজন না থাকলে ফোনটিকে কোনো ড্রয়ার বা আলমারিতে রেখে দিন। আধ ঘন্টা বা এক ঘন্টা পরে ফোন বার করে দেখুন ইতিমধ্যে কোনো জরুরি ফোন বা মেসেজ এসেছে কি না। (Photo collected)
advertisement
3/6
অফিসে থাকাকালীন টয়লেট যেতে হলে মোবাইলটিকে রেখে যান নিজের ডেস্কে। (Photo collected)
advertisement
4/6
আপনি যখন রাস্তায়, তখন নিজের চারপাশের পরিবেশের দিকে মনোযোগ দিন। আর রাস্তা পেরনোর সময়ে অবশ্যই তাকান ট্র্যাফিক সিগনালের দিকে। (Photo collected)
advertisement
5/6
দিনে অন্তত ১০-১৫ মিনিট মেডিটেশন বা অন্য কোনো মেন্টাল রিল্যাক্সেশন এক্সারসাইজের জন্য নির্ধারিত রাখুন। (Photo collected)
advertisement
6/6
মোবাইল ফোন দৃষ্টির বাইরে রাখলে তার প্রভাবও কম পড়ে। তাই ফোনটি লুকিয়ে রাখুন। (Photo collected)
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ফোনের নেশায় বুঁদ ? আসক্তি তাড়ানোর ৫ মোক্ষম দাওয়াই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল