TRENDING:

Water Saving: ওয়াটার পিউরিফায়ারে নষ্ট হচ্ছে প্রচুর প্রচুর জল? অপচয় না করে এভাবে কাজে লাগান

Last Updated:
পান করা যায় না। স্নানেরও অনুপযুক্ত। তবে অন্য কয়েকটা কাজে এই জল ব্যবহার করা যেতে পারে।
advertisement
1/7
ওয়াটার পিউরিফায়ারে নষ্ট হচ্ছে প্রচুর প্রচুর জল? অপচয় না করে এভাবে কাজে লাগান
আরও ওয়াটার পিউরিফায়ার। ভারতের সবচেয়ে বিশ্বস্ত এবং বহুল ব্যবহৃত জল পরিশোধন প্রযুক্তি। এটাই একমাত্র বিশুদ্ধকরণ ব্যবস্থা যা দ্রবীভূত কঠিন পদার্থ, রাসায়নিক এবং সীসা, পারদ ও আর্সেনিকের মতো মানবশরীরের ক্ষতি করে এমন পদার্থ সম্পূর্ণ অপসারণ করতে পারে। এটা নিরাপদ এবং বিশুদ্ধ পানীল জল সরবরাহের সর্বোত্তম ব্যবস্থা হলেও এর একটা খামতিও রয়েছে, সেটা হল জলের অপচয়।
advertisement
2/7
আরও ওয়াটার পিউরিফায়ারের পরিশোধন প্রক্রিয়ায় যে জল নষ্ট হয়, তা পান করা যায় না। স্নানেরও অনুপযুক্ত। তবে অন্য কয়েকটা কাজে এই জল ব্যবহার করা যেতে পারে। এখানে তারই তালিকা দেওয়া হল। জলের অপচয় এড়াতে এই সব পদ্ধতিগুলি অত্যন্ত কার্যকর। আর সময়ও কম লাগে।
advertisement
3/7
মেঝে থেকে গাড়ি – পরিস্কারের কাজে ব্যবহার করা যায়: মেঝে মুছতে প্রতিদিন প্রচুর জল নষ্ট হয়। আরও ওয়াটার পিউরিফায়ারের ফেলে দেওয়া জল দিয়ে এই কাজ করা যেতে পারে। গাড়িও পরিষ্কারের কাজেও ব্যবহার করা যায়।
advertisement
4/7
গাছে জল দেওয়া: গাছে দেওয়ার জন্যও আরও ওয়াটার পিউরিফায়ারের ফেলে দেওয়া জল ব্যবহার করা যায়। গাছের বৃদ্ধির জন্য এটা উপকারী হতে পারে। ২০০০ পিপিএম পর্যন্ত জলের টিডিএস স্তরের সঙ্গে বেশিরভাগ গাছপালাই মানিয়ে নেয়। তবে সংশয় থাকলে প্রথমে কয়েকটা গাছে এই জল দিয়ে পরীক্ষা করে দেখা যায়।
advertisement
5/7
বাসনপত্র ধোয়ার জন্য: ওয়াটার পিউরিফায়ার থেকে বর্জ্য জল ব্যবহারের এটা সেরা উপায়। বেশিরভাগ বর্জ্য জলের পাইপ রান্নাঘরের সিঙ্কের কাছে রাখা হয়। তাই সহজেই বাসনপত্র ধোয়ার কাজে এই জল ব্যবহার করা যায়।
advertisement
6/7
গাড়ি বা বাথরুম পরিস্কার: টয়লেট পরিষ্কার করতে বা গাড়ি ধোয়ার জন্যেও কয়েক বালতি জলের প্রয়োজন। জলের অপচয় এড়াতে ওয়াটার পিউরিফায়ারের ফেলে দেওয়া জল ব্যবহার করা যেতে পারে।
advertisement
7/7
ওয়াটার কুলারের জল হিসেবে ব্যবহার: গরমকালে অনেকেই ওয়াটার কুলার ব্যবহার করেন। এর জন্যও প্রচুর জল লাগে। কলের জলের সঙ্গে ওয়াটার পিউরিফায়ারের ফেলে দেওয়া জল মিশিয়ে ব্যবহার করা যায়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Water Saving: ওয়াটার পিউরিফায়ারে নষ্ট হচ্ছে প্রচুর প্রচুর জল? অপচয় না করে এভাবে কাজে লাগান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল