Washing Machine : ওয়াশিং মেশিনের কেজি-টা আসলে কী? কেনার আগে জানুন আপনার উপযুক্ত কোনটি, নয়তো অকারণ খরচ!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Teesta Barman
Last Updated:
Washing Machine : ওয়াশিং মেশিন ক্রয় করার আগে এর সাইজ অর্থাৎ এক কিলোগ্রামের অর্থ জেনে নেওয়া প্রয়োজন। জেনে নিন খুঁটিনাটি।
advertisement
1/10

বর্তমানে ওয়াশিং মেশিন খুবই জনপ্রিয়। সেগুলি বিভিন্ন সাইজে পাওয়া যায়। তাই গ্রাহকদের অবশ্যই ওয়াশিং মেশিনের সাইজ সম্পর্কে বুঝতে হবে, যাতে তাঁরা নিজেদের জন্য উপযুক্ত মেশিনটি বেছে নিতে পারেন। তাই ওয়াশিং মেশিন ক্রয় করার আগে এর সাইজ অর্থাৎ এক কিলোগ্রামের অর্থ জেনে নেওয়া প্রয়োজন।
advertisement
2/10
ওয়াশিং মেশিনে 'কেজি' উল্লেখ করার অর্থ - যখন প্রস্তুতকারক সংস্থা ওয়াশিং মেশিনের বর্ণনায় ৫ কেজি বা ৭.৫ কেজি শব্দটি ব্যবহার করে, তখন এটি মেশিনের ওজনকে নির্দেশ করে না। এর লক্ষ্য হল সেই মেশিনটি কতটা দক্ষতার সঙ্গে জামাকাপড় পরিষ্কার করতে পারে তা গ্রাহকদের জানানো।
advertisement
3/10
ওয়াশিং মেশিন কেনার সময় আরেকটি বিবেচ্য বিষয় হল যে, বেশি ক্ষমতার ওয়াশিং মেশিনগুলি কম ক্ষমতার মেশিনের চেয়ে ভারী এবং বড় হয়। ফলে, বড় মেশিন বাড়িতে ধরবে কি না তা নিশ্চিত করতে, কেনার আগে একটি মেশিনের আকার নিয়েও ভাবা উচিত।
advertisement
4/10
আসলে, স্যাঁতসেঁতে কাপড় ভারী হয়ে যায়। ফলে, ওয়াশিং মেশিনের পরিমাপ বিভ্রান্তিকর হতে পারে। কারণ গ্রাহকরা মেশিনে শুকনো পোশাক দেন। সুতরাং, কোন ওয়াশিং মেশিন কতটা ওজন বহন করছে তা গ্রাহকদের পক্ষে নির্ণয় করা সম্ভব নয়।
advertisement
5/10
কারণ ৭ কেজি ক্ষমতার একটি ওয়াশিং মেশিন যে ৭ কেজি শুকনো কাপড় পরিষ্কার করতে পারে, তা নাও হতে পারে। তাই এক নজরে দেখে নেওয়া যাক সঠিক ওজন বোঝার উপায়।
advertisement
6/10
জামাকাপড়ের ওজন মাপার আনুমানিক হিসেব জানুন। কত কাপড়ে ১ কেজি - ১ কেজি জামাকাপড় = ১টি শার্ট + ১ জোড়া ডেনিম বা ৫টি শার্ট বা ২টি স্নানের তোয়ালে।
advertisement
7/10
এই নির্দেশিকা থেকে গ্রাহকরা সহজেই নিজেদের জামাকাপড়ের লোড অনুমান করতে পারবেন এবং নিজেদের দরকার মতো ওয়াশিং মেশিন বেছে নিতে পারবেন। হিসেবটা আরও একটু খতিয়ে দেখা যাক।
advertisement
8/10
কত কাপড়ে ৫ কেজি - ৫ কেজি জামাকাপড় = ৫টি শার্ট + ৫ জোড়া ডেনিম বা ২৫টি শার্ট বা ১০টি স্নানের তোয়ালে
advertisement
9/10
কত কাপড়ে ৭ কেজি - ৭ কেজি জামাকাপড় = ৭ টি শার্ট + ৭ জোড়া ডেনিম বা ৩৫টি শার্ট বা ১৪টি স্নানের তোয়ালে।
advertisement
10/10
গ্রাহকরা এই হিসেবগুলিকে একটি গাইড হিসাবে ব্যবহার করতে পারেন। জামাকাপড় বিভিন্ন আকার, শৈলী এবং উপকরণের হয়। একটি পরিবারের কাছে শুধুমাত্র এক ধরনের পোশাকই থাকবে তা ভেবে নেওয়া ভুল। তাই ওয়াশিং মেশিন কেনার আগে দোকানেও কথা বলে নেওয়া উচিত।