Voter ID Online Apply: ঘরে বসে অতি সহজেই পেয়ে যেতে পারেন ভোটার আইডি কার্ড, ১৫ দিনের মধ্যে আসবে বাড়িতে
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Voter ID Online Apply: একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি ঘোষণা করল Election Commission of India। এর আওতায় মাত্র ১৫ দিনের মধ্যে গ্রাহকদের ভোটার আইডেন্টিটি কার্ড ডেলিভারি করার ব্যবস্থা করা হচ্ছে।
advertisement
1/7

সম্প্রতি একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি ঘোষণা করল Election Commission of India (ECI)। এর আওতায় মাত্র ১৫ দিনের মধ্যে গ্রাহকদের ভোটার আইডেন্টিটি কার্ড (EPIC) ডেলিভারি করার ব্যবস্থা করা হচ্ছে। এর অর্থ হল, এখন থেকে মাত্র ১৫ দিনের মধ্যেই ভোটার আইডি কার্ড পেয়ে যাবেন গ্রাহকরা।
advertisement
2/7
ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে চিফ ইলেকশন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এবং ইলেকশন কমিশনার ড. সুখবীর সিং সান্ধু ও ড. বিবেক জোশীর প্রস্তাবিত উদ্যোগের সঙ্গে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার পরে ভোটাররা মাত্র ১৫ দিনের মধ্যে নিজেদের ভোটার আইডি কার্ড পেতে সক্ষম হবেন। এই ভোটার কার্ড জেনারেশন প্রক্রিয়া চলাকালীন এর স্টেটাস পরীক্ষা করতে পারবেন গ্রাহকরা।
advertisement
3/7
Department of Posts (DoP)-এর মাধ্যমে প্রত্যেক পর্যায়ে রিয়েল টাইম ট্র্যাকিং এবং ডেলিভারি ট্র্যাকিং করার অনুমতি দেবে এই নতুন সিস্টেম। প্রত্যেক পর্যায়েই ভোটাররা এসএমএস অ্যালার্ট পেতে থাকবেন। আসলে তাঁদের EPIC-র কাজ কতটা এগোল, সেই বিষয়ে আপডেট পেতে থাকবেন তাঁরা।
advertisement
4/7
অনলাইনে ভোটার কার্ডের জন্য আবেদন করার উপায়: ১. National Voters Services Portal (NVSP) https://voters.eci.gov.in-এ যেতে হবে। ২. নিজের মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। আর ক্যাপচা দিয়ে সাইন-আপ করতে হবে। ৩. নিজের নাম ব্যবহার করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ৪. পাসওয়ার্ড দিয়ে তা কনফার্ম করতে হবে।
advertisement
5/7
৫. এরপর ওটিপি-র জন্য রিকুয়েস্ট করতে হবে। ৬. রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। ৭. ওটিপি এবং নিজের ক্রেডেনশিয়াল ব্যবহার করে লগ-ইন করতে হবে। ৮. এরপর ক্যাপচা এবং অন্য ওটিপি এন্টার করতে হবে। ৯. নতুন ভোটার রেজিস্ট্রেশনের জন্য Fill Form 6 অপশনে ক্লিক করতে হবে। ১০. এবার নিজের ব্যক্তিগত সমস্ত তথ্য প্রদান করতে হবে।
advertisement
6/7
১১. ভেরিফিকেশনের জন্য সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। ১২. এবার আবেদনপত্রটি আরও একবার দেখে নিতে হবে, যাতে কোনও ভুল না থেকে যায়। ১৩. এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
advertisement
7/7
অনলাইনে ভোটার কার্ড আবেদন ট্র্যাক করার উপায়: ১. National Voters Services Portal (NVSP) https://voters.eci.gov.in-এ যেতে হবে। ২. নিজের ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে। ৩. এবার Track Application Status পেজে চলে যেতে হবে। ৪. Form 6 এবং 6A সম্পন্ন করার পর আসা রেফারেন্স নম্বর দিতে হবে। ৫. নিজের রাজ্য সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ৬. এবার গ্রাহক নিজের আবেদনের স্টেটাস দেখতে পারবেন।