লকডাউনের মঝেই ঘরে বসে রোজগারের সুযোগ দিচ্ছে Vodafone
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
৩০ এপ্রিল পর্যন্ত চালু থাকবে এই স্কিম
advertisement
1/6

প্রাণঘাতী করোনা ভাইরাসের জেরে জেরবার বিশ্ব। ভারতেও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপের কারণে ঘর বন্দি হয়েছে দেশবাসী। এর মধতে গ্রাহ্লদের জন্য সুকব্র নিয়ে হাজির Vodafone-Idea। ভোডাফোন নয়ে এসেছে Recharge for Good অফার প্ল্যান।
advertisement
2/6
লকডাউননের জন্য রিটেল আউটলেট বন্ধ রয়েছে, তাই ফোন রিচার্জে কোনও বাধা না আসে তাই নতুন এই রিচার্জ পদ্ধতি নিয়ে এসেছে ভোডাফোন। এবার ঘরে বসে প্রিয়জনদের ও বন্ধুদের নম্বর রিচার্জ করুন সঙ্গে রোজগারো করে নিন। জেনে জিন কী এই স্কিম
advertisement
3/6
#RechargeforGood প্রোগ্রামের অধীনে কোনও নম্বর রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন ৬% পর্যন্ত ক্যাশব্যাক। কোম্পানি জানিয়েছে যে লকডাউনের এই পরিস্থিতিতে গ্রাহকের কথা মাথায় রেখেই নতুন এই নিয়ম চালু করা হয়েছে।
advertisement
4/6
Vodafone Idea জানিয়েছে ১৪৯ টাকা রিচার্জে ১০ টাকা ও ২৪৯ টাকা রিচার্জে ১৫ টাকা পাওয়া যাবে। কত টাকা রিচার্জ হচ্ছে তার উপরে ক্যাশব্যাক নির্ভর করবে। সর্বোচ্চ ৬ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। পরের রিচার্জের সময় এই ক্যাশ কাজে লাগাতে পাড়বে গ্রাহকরা।
advertisement
5/6
এই জন্য গ্রাহককে আলাদা কোনও অ্যাপ ডাউনলোড করতে হবে না। রিচার্জ করার ৯৬ ঘণ্টার মধ্যে ক্যাশব্যাক গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ৩০ এপ্রিল পর্যন্ত এই প্ল্যানের সুবধা ওঠাতে পাড়বে গ্রাহকরা।
advertisement
6/6
ইতিমধ্যে Airtel আর Jio একই ধরনের সুবিধা দিতে শুরু করেছে গ্রাহকদের। প্রিপেড রিচার্জে ৪.১ শতাংশ কমিশন দিচ্ছে Jio আর Airtel দিচ্ছে ৪ শতাংশ কমিশন।