Vodafone গ্রাহকদের জন্য সুখবর! নম্বর চালু রাখার জন্য করতে হবে মাত্র এত টাকার রিচার্জ
Last Updated:
এবার Vodafone নিয়ে এসেছে মাত্র ২০ টাকার রিচার্জ।
advertisement
1/5

টেলিকম কোম্পানিদের মধ্যে সস্তার প্ল্যান নিয়ে টক্কর এখনও চলছে। কোম্পানি প্রাই দিন নিত্য নতুন প্ল্যান নিয়ে আসে গ্রাহকদের টিকিয়ে রাখার জন্য। এবার গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে হাজির Vodafone ৷
advertisement
2/5
এবার Vodafone নিয়ে এসেছে মাত্র ২০ টাকার রিচার্জ। আর পুরনো ফুল টক টাইম প্ল্যানও ফেরত নিয়ে এসেছে, যার মধ্যে রয়েছে ২০, ৩০ আর ৫০ টাকার প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন ফুল টক টাইম, আর ভ্যালিডিটি ২৮ দিনের।
advertisement
3/5
আগে কম্পানির কানেকশন অ্যাকটিভ রাখার জন্য মিনিমাম রিচার্জ ছিল ৩৫ টাকার, কিন্তু এখন Vodafone Idea গ্রাহকরা মাত্র ২০ টাকার রিচার্জ করে নিজেদের নম্বর অ্যাকটিভ রাখতে পারবেন।
advertisement
4/5
এছাড়াও কোম্পানি ১০ টাকার ছোট রিচার্জ প্যাকও লঞ্চ করেছে। এই রিচার্জ করলে ৭.৪৭ টাকার টক টাইম পেয়ে যাবেন।
advertisement
5/5
গত মাসেও বেশ কিছু নতুন প্ল্যান লঞ্চ করেছিল, যার মধ্যে ছিল ৪৫ আর ৯৫ টাকার প্ল্যান। এই দুটো প্ল্যানই অল রাউন্ডার প্ল্যান। এই প্ল্যানে ইউজারদের দিতে হবে ১ পয়সা প্রতি সেকেন্ডে। এই দুটি প্যাকে গ্রাহকরা পেয়ে যাবেন ফুল টক টাইম।