Jio-কে টেক্কা দিতে ফের নতুন দুটি প্রিপেড প্ল্যান নিয়ে হাজির Vodafone, রয়েছে আনলিমিটেড কলিং
Last Updated:
advertisement
1/8

মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও ৷ জিওকে টেক্কা দিতে বাকি মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলিও একের পর এক নতুন অফার নিয়ে এসেছে ৷ এবার ফের গ্রাহকদের জন্য নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির Vodafone ৷
advertisement
2/8
205 টাকা আর 225 টাকা দামের দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone।
advertisement
3/8
205 টাকা প্ল্যানটি একটি বোনাস প্ল্যান, তাই এতে কোনও টকটাইম পাওয়া যাবে না। এই প্ল্যানটির ভ্যালিডিটি 35 দিনের।
advertisement
4/8
এই প্ল্যানে থাকছে 2GB পর্যন্ত ডেটা ব্যাবহার কারার সুযোগ। সঙ্গে থাকছে আনলিমিটেড কল আর 600 টি SMS।
advertisement
5/8
225 টাকার প্ল্যানে পেয়ে যাবেন 4GB ডেটা ব্যবহার করার সুযোগ। এই প্ল্যানটির ভ্যালিডিটি 48 দিনের।
advertisement
6/8
এই প্ল্যানের সাথেও রয়েছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল এর সুবিধা। সঙ্গে রয়েছে 600 টি SMS।
advertisement
7/8
দুটি নতুন প্রিপেড প্ল্যান ছাড়াও আজ Zee5 Theatre পরিষেবা নিয়ে হাজির হয়েছে Vodafone Idea।
advertisement
8/8
আপাতত দিল্লি, বিহার ও ঝাড়খন্ড, কর্ণাটক, উত্তর প্রদেশ (পশ্চিম) সার্কেলের গ্রাহকরা 205 টাকা আর 225 টাকা Vodafone প্রিপেড প্ল্যান ব্যবহার করতে পারবেন