advertisement
1/5

মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও ৷ একের পর এক সস্তায় নতুন প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে এখন জিও ৷ জিওকে টেক্কা দিতে বাকি মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলিও একের পর এক নতুন অফার নিয়ে এসেছে ৷ এবার ফের গ্রাহকদের জন্য নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির Vodafone ৷
advertisement
2/5
এবার 229 টাকার নতুন একটি প্রিপেড প্ল্যান বাজারে আনল ভোডাফোন। প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিনের।
advertisement
3/5
নতুন এই প্ল্যানে দিন পিছু ২ জিবি 3G অথবা 4G ডেটা ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা। এছাড়াও থাকছে আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং ভয়েস কল।
advertisement
4/5
পাশাপাশি প্রতিদিন একশোটি ফ্রি এসএমএস পরিষেবাও পাওয়া যাবে। শুধু তাই নয়, এই নতুন প্ল্যানে রিচার্জ করলে ভোডাফোন প্লে অ্যাপে বিনামূল্যে টিভি, সিনেমা এবং আরও নানা প্রোগ্রাম দেখতে পারবেন।
advertisement
5/5
এর আগে Vodafone নিয়ে এসেছিল 255 এর একটি প্ল্যান, এখন এটা বন্ধ হয়ে গেছে। এর বদলে এখন বাহারে এসেছে 229-এর প্ল্যান।