বাড়তে চলেছে Vodafone -এর ট্যারিফ ! আকাশছোঁয়া দাম হতে চলেছে ইন্টারনেটের
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
১ এপ্রিল থেকেই লাগু হতে চলেছে হচ্ছে Vodafone-এর নতুন ট্যারিফ
advertisement
1/5

আপনি কি Vodafone ব্যবহার করেন? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার দুঃসংবাদ। বাড়তে চলেছে মোবাইল ব্যবহারের খরচ। টেলিকম বাজারে টিকে থাকতে এবার ফোনের ট্যারিফ বাড়াতে চলেছে Vodafone Idea। ১ এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে Vodafone-এর নতুন ট্যারিফ।
advertisement
2/5
ইতিমধ্যে কেন্দ্রকে ৩,৫০০ কোটি টাকা জমা দিয়েছে, কিন্তু এখনও ৫৩,০০০ কোটি টাকা দেওয়া বাকি রয়েছে, তাই এই পদক্ষেপ নিয়েছে Vodafone।
advertisement
3/5
জানা গিয়েছে বকেয়া মেটানোর জন্য ১৮ বছররের সময়সীমা চাওয়া হয়েছে ৷ একই সঙ্গে দাবি করা হয়েছে বকেয়া মেটানোর সঙ্গে সঙ্গে জরিমানাও ৩ বছরের জন্য চাড় দেওয়া দরকার ৷
advertisement
4/5
এবার থেকে মোবাইল ডেটা ব্যবহার করতে অন্তত ৩৫ টাকা করার দাবি করেছে সংস্থা। যা বর্তমানের দাম থেকে ৭-৮ গুণ বেশি। এই মুহূর্তে প্রতি জিবি ডেটার জন্য গ্রাহকরা খরচ করেন ৪-৫ টাকা ।
advertisement
5/5
আর ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে আনলিমিটেড ভয়েস কল, এবার ৬ পয়সা প্রতি মিনিট করে গুণতে হবে গ্রাহকদের। এখন গ্রাহকরা যদি Vodafone নম্বর চালু রাখতে চান তাহলে প্রতি মাসে খরচ করতে হবে ৫০ টাকা। ৩ মাসে আগেই মোবাইল পরিষেবার ট্যারিফ ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে ছিল Vodafone ৷