Vi-এর বাম্পার অফার! মাত্র এতো টাকায় পেয়ে যান ১০০জিবি ডেটা, জানুন বিশদে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ভোডাফোন-আইডিয়া (Vi) গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ রিচার্জ প্ল্যান
advertisement
1/6

ভোডাফোন-আইডিয়া (Vi) গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা ১০০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন ৫৬ দিনের জন্য। আবার ১০ দিনের মধ্যেও ১০০ জিবি ডেটা শেষ করতে পারবেন, মানে গ্রাহক নিজের দরকার মতো ডেটাটি ব্যবহার করতে পারবেন। করোনা কালে বেশিরভাগ অফিসেই এখনও ওয়ার্ক ফ্রম হোম চলছে আর সেই কথা কে মাথায় রেখেই কোম্পানি নতুন এই অফারটি নিয়ে এসেছে। জেনে নিন প্ল্যানটির সম্পর্কে
advertisement
2/6
নতুন এই প্ল্যানটির দাম ৩৫১ টাকা আর ভ্যালিডিটি ৫৬ দিনের। এই রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন ১০০জিবি ডেটা। এই ডেটার দৈনিক কোনও লিমিট নেই, মানে ব্যবহারকারী নিজের দরকার মতো একদিনে যত খুসি ডেটা ব্যবহার করতে পারবে। এটি একটি অ্যাড-অন প্যাক, যা আপনি আপনার বর্তমান প্ল্যানের সঙ্গে জুড়তে পারবেন। কোম্পানি জানিয়েছে যে এই প্ল্যানটিকে তাঁরা পড়ুয়াদের, ওয়ার্ক ফ্রম হোম করছেন যারা আর গেমারদের কথা মাথায় রেখে বাজারে এনেছেন।
advertisement
3/6
উল্লেখযোগ্য, বর্তমানে ২৫১ টাকার ওয়ার্ক ফ্রম হোম প্ল্যানের থেকে দ্বিগুণ বেশি সুবিধা দিচ্ছে নতুন এই রিচার্জ। কোম্পানির ৩৫১ টাকার ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান তাঁদের জন্য বেশি উপকারী যাঁদের বেশি ডেটার প্রয়োজন হয়। এর আগে, বছরের শুরুতে কোম্পানি ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান লঞ্চ করেছিল। নতুন প্ল্যানটি হল কোম্পানির দ্বিতীয় এমন ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান।
advertisement
4/6
এই মুহূর্তে এই প্রিপেড প্ল্যানটি ব্যবহার করতে পারবেন অন্ধ্র প্রদেশ, দিল্লি, গুজরাট, কেরল এবং মধ্য প্রদেশের সার্কেলের গ্রাহকরা। করোনার সময় যে সব গ্রাহকরা বাড়ির তেহকে কাজ করছেন তাঁদের জন্য এটি একটি ভাল বিকল্প হতে পারে।
advertisement
5/6
এই ওয়ার্ক ফ্রম হোম প্ল্যানে ব্যবহারকারীরা শুধুমাত্র ডেটা পাবেন, এতে কোনও কলিং বা এসএমএস এর সুবিধা নেই। Vi এর এই প্ল্যানের মাধ্যমে আপনি আনলিমিটেড ডেটা ব্যবহার করেতে পারবেন।
advertisement
6/6
আজকাল বেশিরভাগ মানুষেরই সময় অনলাইনেই কাটছে, সে অফিসের কাজ করই হোক বা নেটফ্লিক্স এবং গেমিং ব্যবহার করে। আর এই সবের জন্য দরকার ইন্টারনেটের। তাই এই পরিস্থিতিতে এমন প্ল্যান বেছে নিন যেখানে আপনি কম টাকায় বেশি আর হাই স্পীড ডেটা পাবেন। তাই কোনও রিচার্জ করার আগে একবার প্ল্যানগুলি চেক করে নিন।