TRENDING:

Vodafone Idea Recharge Plan: সিনেপ্রেমীদের জন্য সুখবর! ২০০ টাকারও কম রিচার্জে পাবেন ১৫ ওটিটি, আকর্ষণীয় প্ল্যান নিয়ে হাজির Vi

Last Updated:
ভোডাফোন-আইডিয়া তাদের এই নতুন প্যাকের নাম রেখেছে Vi Super। সুপার তো বটেই, বিশেষ করে খরচ যখন হবে মোটে ১৭৫ টাকা।
advertisement
1/5
সিনেপ্রেমীদের জন্য সুখবর! ২০০ টাকারও কমে ১৫ ওটিটি, Vi-এর আকর্ষণীয় প্ল্যান
টেলিকম অপারেটররা এখন আর শুধু টকটাইম আর ডেটা দেওয়ায় পরিষেবা সীমিত করে রাখছে না। গ্রাহককে আটকে রাখতে প্রায় সব টেলিকম অপারেটরই দিচ্ছে বিনামূল্যে ওটিটি দেখার সুযোগ। বিনামূল্যে মানে সেই ওটিটি দেখতে যা খরচ হত, সেটা আর দিতে হবে না। বদলে, টেলিকম অপারেটরের প্ল্যান কিনলেই হল, একসঙ্গে অনেকগুলো ওটিটি-র অ্যাক্সেস পাওয়া যাবে। তা বলে অনেকগুলো ওটিটি মানে ১৫টা, এটা জানলে অনেকেরই চোখ কপালে উঠতে পারে। উঠলেও এটাই কিন্তু সত্যি। এবার গ্রাহকদের সেই সুবিধাই দিচ্ছে ভোডাফোন-আইডিয়া, সংক্ষেপে Vi।
advertisement
2/5
ভোডাফোন-আইডিয়া তাদের এই নতুন প্যাকের নাম রেখেছে Vi Super। সুপার তো বটেই, বিশেষ করে খরচ যখন হবে মোটে ১৭৫ টাকা। আর তাতেই মিলবে SonyLIV, ZEE5, ManoramaMAX, FanCode, Playflix সহ আরও নানা ওটিটি দেখার সুযোগ। একই সঙ্গে গ্রাহক পাবেন ১০ জিবি মোবাইল ডেটাও।
advertisement
3/5
দারুণ প্ল্যান সন্দেহ নেই! তবে আলাদা করে ১৭৫ টাকা খরচ করার দরকার অনেক Vi গ্রাহকের নাও হতে পারে। কেন না, ৪৪৯ টাকা আর ৯৭৯ টাকায় যে Vi Hero Unlimited প্রিপেড প্ল্যান পাওয়া যায়, তার সঙ্গে আপনা থেকেই জুড়ে যাচ্ছে এই ১৭৫ টাকার Vi Super প্ল্যানের সুবিধা। পাশাপাশি, আনলিমিটেড কলিং, ডেইলি ডেটা লিমিট, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড হাই স্পিড ডেটা- এই ধরনের নানা বাড়তি সুবিধা পাওয়া যায় ৪৪৯ টাকা আর ৯৭৯ টাকার এই প্ল্যানগুলোয়।
advertisement
4/5
১৭৫ টাকার নতুন এই প্ল্যানের সুবিধা পাওয়া যাবে Vi Movies & TV Plus, Vi Movies & TV Lite, Vi Movies & TV Pro প্ল্যানগুলোতেও। মাসে ২৪৮ টাকায় Vi Movies & TV Plus ১৭টি ওটিটি, ৩৫০ লাইভ টিভি চ্যানেল এবং নানা কনটেন্ট লাইব্রেরি অ্যাক্সেস করার সুযোগ দেয়।
advertisement
5/5
আবার, মাসে ১৫৪ টাকায় Vi Movies & TV Lite সিঙ্গল মোবাইল ডিভাইসে দেয় ১৬টি ওটিটি, সঙ্গে অতিরিক্ত ২ জিবি ডেটাও মেলে। অন্য দিকে, মাসে ২০২ টাকায় Vi Movies & TV Pro ১৩টি ওটিটি দেখার সুযোগ দেয়, সঙ্গে থাকে ৫ জিবি অতিরিক্ত ডেটা। ওটিটির সংখ্যা এখানে কম হলেও দেখা যায় টিভি আর মোবাইল দুটোতেই, এটা এক মস্ত সুবিধা তো বটেই!
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Vodafone Idea Recharge Plan: সিনেপ্রেমীদের জন্য সুখবর! ২০০ টাকারও কম রিচার্জে পাবেন ১৫ ওটিটি, আকর্ষণীয় প্ল্যান নিয়ে হাজির Vi
Open in App
হোম
খবর
ফটো
লোকাল