সুবর্ণ সুযোগ! ৩০ হাজার টাকা সস্তায় মিলছে Vivo X100 Pro, তাক লাগান ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Vivo X100 Pro ৫জি-এর দাম কমেছে। অ্যামাজনে এই ফ্ল্যাগশিপ ক্যামেরা ফোনটি এখন ৫৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাংক অফার ও এক্সচেঞ্জ ডিসকাউন্ট ব্যবহার করে আপনি আরও কম দামে এটি কিনতে পারেন।
advertisement
1/6

অনেকেই ফ্ল্যাগশিপ ক্যামেরা ফোন কেনার কথা ভাবেন। তবে লক্ষ লক্ষ টাকা খরচ হওয়ার ভয়ে পিছিয়ে যান। তবে এবার বোধহয় তাঁদের জন্য দারুণ সুযোগ এসে গিয়েছে। আসলে গত বছর বাজারে এসেছিল Vivo-র ফ্ল্যাগশিপ স্মার্টফোন Vivo X100 Pro 5G। প্রচুর ডিসকাউন্ট বা ছাড়ে এই ফোনটি পাওয়া যাচ্ছে Amazon-এ। আর লঞ্চের সময়ে এই স্মার্টফোনটির দাম ছিল ৮৯,৯৯৯ টাকা। কিন্তু বর্তমানে এই ফোনের দাম কমে গিয়েছে প্রায় ৩১৫০০ টাকা।
advertisement
2/6
16GB RAM এবং 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের Vivo X100 Pro-র দাম Amazon-এ এখন ৫৯,৯৯৯ টাকা। এর পাশাপাশি কোনও গ্রাহক যদি HDFC Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোনটি কেনেন, তাহলে তিনি ১৫০০ টাকার অ্যাডিশনাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। যার ফলে এর দাম নেমে আসবে ৫৮৫০০ টাকায়। শুধু তা-ই নয়, Amazon Pay ICICI কার্ড ব্যবহারকারীরাও ৫ শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন। তারপর কেউ যদি নিজের পুরনো ফোনটি এক্সচেঞ্জ করতে চান, তাহলে ৩১০০০ টাকা পর্যন্ত অ্যাডিশনাল বেনিফিট পেয়ে যেতে পারেন তিনি।
advertisement
3/6
এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে, Vivo X100 Pro স্মার্টফোনটি ZEISS ক্যামেরার কারণে গত বছর চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল। শুধু তা-ই নয়, এর শক্তিশালী পারফরম্যান্স এবং বড় ব্যাটারির কারণেও বিস্তর আলোচনা হয়েছিল। এখন এই ব্যাপক ছাড় এবং ব্যাঙ্ক অফারে ফোনটি মিলবে মাত্র ৫৮৫০০ টাকায়। যা ফ্ল্যাগশিপ ক্যামেরা ফোন সেগমেন্টের সেরা ডিলগুলির মধ্যে অন্যতম।
advertisement
4/6
Vivo X100 Pro-র ফিচার: এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির ফিচার এবং স্পেসিফিকেশনের বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। Vivo X100 Pro 5G-তে রয়েছে ৬.৭৮ ইঞ্চির LTPO কার্ভড AMOLED ডিসপ্লে। এর সঙ্গে মিলবে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট সাপোর্ট। এই ফোনটি MediaTek-এর Dimensity 9300 প্রসেসর দ্বারা চালিত হয়। এটিতে মিলবে 16GB of RAM এবং 512GB স্টোরেজ।
advertisement
5/6
সবথেকে বিশেষ ফিচার হল এর ক্যামেরা: Vivo X100 Pro-র সবথেকে চর্চিত ফিচার হল এর ক্যামেরা। এতে রয়েছে ZEISS টিউনিং-সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। তিনটি ক্যামেরার মধ্যে অন্যতম হল - OIS-সহ ৫০ মেগাপিক্সেলের একটি Sony IMX989 মেন সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। এদিকে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে দেওয়া হয়েছে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
advertisement
6/6
Funtouch OS 14 ভিত্তিক Android 14 দ্বারা চালিত হয় এই ফোনটি। আর ব্যাকআপের জন্য এতে রয়েছে একটি ৫৪০০mAh ব্যাটারি। যা ১০০ ওয়াটের FlashCharge ফাস্ট চার্জিং সাপোর্ট করে।