Viral Cooler: AC-ও ফেল! সাড়া ফেলে দিয়েছে প্লাস্টিকের ড্রাম দিয়ে বানানো কুলার, নামমাত্র খরচে কনকনে ঠান্ডা বাতাসে ভরবে গোটা ঘর
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Viral Cooler:এসির দাম প্রচুর, কুলারও কম যায়না। তবে কেবল কেনার খরচই নয়, এসি-কুলারের ক্ষেত্রে বিদ্যুতের খরচও প্রচুর হয়। তবে এবার বাড়ির সাধারণ প্ল্যাস্টিকের ড্রাম দিয়ে কুলার বানিয়েই তাক লাগালেন এক ব্যক্তি।
advertisement
1/7

প্রবল ভ‍্যাপসা গরমে ফ‍্যানের হাওয়াতেও মিলছে না স্বস্তি। ফ‍্যান ছেড়ে বর্তমানে ভরসা হয়ে উঠেছে এসি কুলার। কিন্তু কুলার হোক বা এসি, দুটি কেনাই যথেষ্ট খরচসাপেক্ষ।
advertisement
2/7
এসির দাম প্রচুর, কুলারও কম যায়না। তবে কেবল কেনার খরচই নয়, এসি-কুলারের ক্ষেত্রে বিদ‍্যুতের খরচও প্রচুর হয়। তবে এবার বাড়ির সাধারণ প্ল‍্যাস্টিকের ড্রাম দিয়ে কুলার বানিয়েই তাক লাগালেন এক ব‍্যক্তি।
advertisement
3/7
ছত্তিশগড়ের বিলাসপুর জেলার একটি গ্রামের বাসিন্দা শিবচরণ সূর্যবংশী তৈরি করেছেন এই ড্রাম-কুলার। এতে বানাবার খরচও কম, পাশাপাশি এই কুলারে বিদ‍্যুতের খরচও কম হয়।
advertisement
4/7
এই দেশি কুলারটি তৈরি করতে শিবচরণ তৈরি করেছেন একটি বড় প্লাস্টিক ড্রাম ব‍্যবহার করে। সাধারণত জল বা রেশন রাখার কাজে ব‍্যবহার করা হয় এই ড্রাম।
advertisement
5/7
ড্রামের ভিতরে একটি মোটর, ওয়্যারিং এবং কন্ট্রোল বোর্ড লাগানো হয়। ড্রামের পিছনের অংশে গোলাকার ছিদ্র করে তাতে ঘাসের স্তর দেওয়া হয়, যার মাধ্যমে বের হওয়া বাতাস ঠান্ডা এবং তাজা হয়।
advertisement
6/7
কুলারের নিচের অংশে প্রায় ৫৫ লিটার জল ভরা যায়, যার ফলে এটি পুরো দিন ঠান্ডা রাখে ঘর এবং বারবার জল ভরার প্রয়োজন হয় না। এই ডিজাইনটি সহজ, সাশ্রয়ী এবং অত্যন্ত কার্যকর।
advertisement
7/7
সস্তা প্রযুক্তিতে তৈরি এই দেশি কুলারের দাম মাত্র ৩,০০০ থেকে ৭,০০০ টাকার মধ্যে। যা সাধারণ কুলারের তুলনায় কেবল সাশ্রয়ী নয়, বরং কম বিদ্যুতে অসাধারণ ঠান্ডাও দেয়। এই কুলার বানিয়েই শিবচরণ এখন সফল উদ‍্যোগপতি। লাখ লাখ টাকা আয় করছেন এবং তার গ্রামেরও প্রচুর মানুষকে কর্মসংস্থানের সুযোগও দিচ্ছেন।