Viral bike: ছিল রুমাল, হয়ে গেল বিড়াল....! শখ ছিল মোটরসাইকেলের! আর হল কিনা...? দেখুন স্বচক্ষে
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Viral bike: পেট্রোল, ডিজেল কিংবা কেরোসিন! সবেই চলে এই বাইক। ভবিষ্যতে নোনা জল দিয়ে গাড়ি চালানোর পরিকল্পনা ।
advertisement
1/6

বাঁকুড়ার কেঞ্জাকুড়া গ্রামের শুভেন্দু কুচলান। প্রায় তিন বছরের পরিশ্রমে সাইকেলকে বানিয়ে ফেলেছেন একটা আস্ত মোটরসাইকেল
advertisement
2/6
ইচ্ছে ছিল মোটর সাইকেলের। তাই নিজের চেষ্টা ও পরিশ্রমে তৈরি করেন
advertisement
3/6
পেট্রোল এবং কেরোসিন, দুই জ্বালানি দিয়েই চলে এই মোটর সাইকেল।
advertisement
4/6
বাঁকুড়ার এক গ্রাম থেকে অবিশ্বাস্য কাজ করেছেন তিনি। ভবিষ্যতে সামুদ্রিক জলে গাড়ি চালানোর পরিকল্পনা
advertisement
5/6
পুঁথিগত বিদ্যার থেকে কারিগরি দক্ষতাকে বেশি বিশ্বাস করেন শুভেন্দু কুচলান।
advertisement
6/6
পুরোটাই নিজে কাস্টোমাইজ করেছেন। বাইরে থেকে দেখলে চেনা যাবেনা সাইকেলকে।