TRENDING:

Vi 5G Service: দীর্ঘ প্রতীক্ষার অবসান! দেশে চালু হল Vi-এর ৫জি পরিষেবা! মাত্র ২৯৯ টাকায় আনলিমিটেড ডেটা! মিলবে প্রচুর সুবিধাও

Last Updated:
ভারতে 5G পরিষেবা চালু করল Vi, এর জন্য কি নতুন সিম নিতেই হবে গ্রাহকদের? আর প্রিপেড প্ল্যান এবং ডেটা স্পিডের বিষয়টাই বা কী হবে? জেনে নিন সমস্ত খুঁটিনাটি
advertisement
1/6
দীর্ঘ প্রতীক্ষার অবসান! দেশে চালু হল Vi-এর ৫জি পরিষেবা! মাত্র ২৯৯ টাকায় আনলিমিটেড ডেটা!
অবশেষে ভারতে লঞ্চ হল Vodafone Idea (Vi) 5G নেটওয়ার্ক। চলতি মাসেই মুম্বই শহর থেকে শুরু হয়ে যাচ্ছে পরিষেবা। এরপরেই লাইনে রয়েছে দিল্লির মতো বড় শহরগুলি। Vi 5G প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানগুলি সম্পর্কে বিশদ তথ্য দিয়েছে অপারেটর। বলা হয়েছে যে, মোবাইল ডিভাইসে হাই-স্পিড ইন্টারনেটের পাশাপাশি সাবস্ক্রাইবাররা পেয়ে যাবে আনলিমিটেড 5G ডেটা।
advertisement
2/6
ইতিমধ্যেই অবশ্য আমরা Vi 5G প্রিপেড এবং পোস্টপেড প্ল্যান প্রসঙ্গে আলোকপাত করেছি। যেগুলি এই সমস্ত পরিষেবা প্রদান করছে। এবার ব্যবহারকারীরা কীভাবে নিজেদের সাপোর্টেড ফোনে Vi 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন, সেই বিষয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক। অনেকেই হয়তো ভাবছেন Vi 5G ডেটা পরিষেবা ব্যবহার করার জন্য নতুন সিমের প্রয়োজন। তাঁদের সেই ভাবনা আদৌ ঠিক কি না, সেদিকটাও দেখে নেওয়া যাক।
advertisement
3/6
Vi 5G নেটওয়ার্ক: ব্যবহারকারীদের কি নতুন 5G সিমের প্রয়োজন হবে? দেশে যখন নতুন নতুন 5G পরিষেবা চালু হয়, তখন একাধিক ব্যবহারকারী এই প্রশ্নটাই জিজ্ঞাসা করেন। আর Vi 5G সাবস্ক্রাইবাররাও এটা নিয়ে বিভ্রান্ত। তাই নিজের ফোনে Vi 5G ব্যবহার করার জন্য নতুন সিম কার্ডের প্রয়োজন রয়েছে কি না, সেটাই জেনে নেওয়া যাক।
advertisement
4/6
Vi স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে, তাদের বিদ্যমান সিম কার্ডগুলি এমনিতেই 5G পরিষেবার জন্য প্রস্তুত। যার অর্থ হল বিদ্যমান 4G-এনেবলড সিমগুলি অনায়াসে কম্প্যাটিবল 5G ফোনে কাজ করবে। এমনকী সেগুলি ব্যবহারকারীদের সংশ্লিষ্ট নেটওয়ার্কে হাই-স্পিড ডেটা স্পিড ব্যবহার করার অনুমতি দেবে। তাই যদি কেউ Vi 5G ব্যবহার করার জন্য নতুন সিমের টাকা চান, তাহলে তাঁর কথা কানে না তোলাই ভাল!
advertisement
5/6
শহরে Vi 5G: কোন কোন ফোনে সাপোর্ট করবে? প্রথমত, নিজের কাছে 5G কম্প্যাটিবল হ্যান্ডসেট থাকা আবশ্যক। বর্তমানে বাজারে বেশিরভাগ ব্র্যান্ডেরই অবশ্য 5G মোবাইল পাওয়া যায়। তা-ও বাজেট এবং প্রিমিয়াম উভয় রেঞ্জেই। ব্যবহারকারী নিজেই সেটিংসে গিয়ে এই পরিবর্তন করতে পারেন। এর জন্য প্রথমে সেটিংসে গিয়ে সেখান থেকে Mobile networks সিলেক্ট করতে হবে। তারপর Preferred network type খুঁজে বার করতে হবে। এরপর 5G/4G/3G/2G (Auto) সিলেক্ট করতে হবে।
advertisement
6/6
Vi 5G প্রিপেড প্ল্যান শুরু হচ্ছে ২৯৯ টাকা থেকে। ব্যবহারকারীরা এতে নেটওয়ার্কে বেনিফিট এবং আনলিমিটেড ডেটা ইউসেজ পেয়ে যাবেন। এর পাশাপাশি এই সংস্থা ৩৪৯ টাকা এবং ৩৬৫ টাকার প্ল্যানও দিচ্ছে। যেখানে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ যথাক্রমে দৈনিক ১.৫ জিবি এবং ২ জিবি ডেটা পাওয়া যাবে। আপাতত আগামী মাসগুলিতে বিহার, দিল্লি, কর্নাটক এবং পঞ্জাবের মতো রাজ্যগুলিতে সংশ্লিষ্ট টেলিকম অপারেটর নিজেদের ৫জি কভারেড সম্প্রসারণ করতে চলেছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Vi 5G Service: দীর্ঘ প্রতীক্ষার অবসান! দেশে চালু হল Vi-এর ৫জি পরিষেবা! মাত্র ২৯৯ টাকায় আনলিমিটেড ডেটা! মিলবে প্রচুর সুবিধাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল