TRENDING:

জল গরম করার জন্য রড ব্যবহার করছেন? সাবধান না হলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি প্রবল!

Last Updated:
Water Heater- যেমন - শীতের মরশুমে আমাদের গরম জলের প্রয়োজন হয়। তাই মানুষ গিজার অথবা ওয়াটার হিটার রড ব্যবহার করেন। আর ওয়াটার হিটার রড আবার ইমার্সন রড নামে পরিচিত।
advertisement
1/6
জল গরম করার জন্য রড ব্যবহার করছেন? সাবধান না হলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি!
ইলেকট্রিক ডিভাইস বা বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করার সময় সর্বদা সতর্ক থাকা আবশ্যক। আর যে কোনও মরশুমে এমনিতেই আমাদের বৈদ্যুতিক যন্ত্রপাতির উপর নির্ভর করতে হয়। যেমন - শীতের মরশুমে আমাদের গরম জলের প্রয়োজন হয়। তাই মানুষ গিজার অথবা ওয়াটার হিটার রড ব্যবহার করেন। আর ওয়াটার হিটার রড আবার ইমার্সন রড নামে পরিচিত। আর এটি ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতামূলক কিছু পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক।
advertisement
2/6
পুরনো রড নয়:জল গরম করার জন্য পুরনো ওয়াটার হিটার রড কখনওই ব্যবহার করা উচিত নয়।সঠিক পাত্রের ব্যবহার:ইমার্সন রড ব্যবহার করার সময় একটি প্লাস্টিকের বালতি ব্যবহার করতে হবে। এক্ষেত্রে লোহার বালতি কখনওই ব্যবহার করা উচিত নয়। কারণ তা ঝুঁকি বয়ে আনতে পারে।
advertisement
3/6
নিরাপদে স্যুইচ অন করা:বালতির জলে ডুবে থাকা অবস্থায় থাকলে তবেই ওয়াটার হিটার রডের স্যুইচ অন করতে হবে। তা অন করার পরে বালতির গায়ে হাত দেওয়া উচিত নয়।জলের স্তর:হিটার স্যুইচ অন থাকাকালীন আরও জল যোগ করা চলবে না, বিশেষ করে যেখানে পর্যাপ্ত জল রয়েছে। নাহলে গুরুতর ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
advertisement
4/6
গরম জল থেকে সাবধান:হিটার অন থাকাকালীন বালতি থেকে গরম জল নেওয়া চলবে না। রড স্যুইচ অফ করা অবধি অপেক্ষা করতে হবে।তাড়াহুড়ো নয়:জল গরম হয়েছে দেখে রডের স্যুইচ অন অবস্থাতেই তা ধরা চলবে না। আগে রডের স্যুইচ বন্ধ করার পর কিছুক্ষণ অপেক্ষা করে তবেই তা বালতি থেকে বার করে আনতে হবে।
advertisement
5/6
অতিরিক্ত গরম নয়:অনেকে বহুক্ষণ ধরেই ইমার্সন রড জলের মধ্যে রেখে দেন। যেটা একেবারেই নিরাপদ নয়। জল পর্যাপ্ত গরম হলেই তা বন্ধ করে দেওয়া উচিত।কেনার সময় সঠিকটা বেছে নেওয়া:যাঁরা নতুন ইমার্সন রড কিনছেন, তাঁদের আইএসআই মার্ক দেখে নেওয়া উচিত। সেই সঙ্গে এ-ও দেখে নিতে হবে যেন এর আদর্শ ভোল্টেজ থাকে ১৫০ থেকে ২০০ ওয়াট এবং ২৩০ থেকে ২৫০ ওয়াটের মধ্যে।
advertisement
6/6
পর্যাপ্ত জলের ব্যবহার:জলের পরিমাণের উপর নজর দেওয়া আবশ্যক। অর্থাৎ নিশ্চিত করতে হবে যে, বালতিতে যেন পর্যাপ্ত পরিমাণে জল থাকে। যাতে ওই ইমার্সন রড পুরোপুরি ডুবে যায়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
জল গরম করার জন্য রড ব্যবহার করছেন? সাবধান না হলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি প্রবল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল