Lead Free Pipes: ১০০ শতাংশ সীসা-মুক্ত পাইপ ! এখন জলবাহিত রোগ কাছে ঘেঁষতে পারবে না
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সীসা হল প্লাম্বিং সিস্টেমে সবচেয়ে বেশি পাওয়া উপকরণগুলির মধ্যে একটি। সেটাই জলকে দূষিত করে। আর সেই জল পান করে রোগে ভোগেন সাধারণ মানুষ।
advertisement
1/4

‘লেড ফ্রি’ মানে সীসা মুক্ত। পরিসংখ্যান বলছে, ৩৭.৭ মিলিয়ন ভারতীয় প্রতি বছর দূষিত জল পান করতে বাধ্য হন। শুধু তাই নয়, দূষিত জলের কারণে ভারতে প্রতি বছর মৃত্যু হয় ১ লক্ষ মানুষের। সীসা হল প্লাম্বিং সিস্টেমে সবচেয়ে বেশি পাওয়া উপকরণগুলির মধ্যে একটি। সেটাই জলকে দূষিত করে। আর সেই জল পান করে রোগে ভোগেন সাধারণ মানুষ।
advertisement
2/4
বেশিরভাগ বাড়িতে জলের যে পাইপ ব্যবহার করা হয় তাতে সীসার মতো বিষাক্ত পদার্থ থাকে যা মানুষের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। এই নিয়ে একাধিক এনজিও ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল বেঞ্চে অভিযোগ জানায়। এরপর বেঞ্চ পরিবেশ ও বন মন্ত্রকের সঙ্গে পরামর্শ করে পিভিসি পাইপে সীসার ব্যবহার নিষিদ্ধ করার পরামর্শ দেয়। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস-এর মান ঠিক করার নির্দেশও দেয়।
advertisement
3/4
বিশেষজ্ঞরা বলেন, পিভিসি পাইপ এবং অন্যান্য পণ্য তৈরিতে সীসা ব্যবহার হয়। এতে ক্ষতি হয় পরিবেশ ও বাস্তুসংস্থানের। এর প্রতিকার এবং প্রতিরোধে ব্যবস্থা নেওয়া আশু কর্তব্য বলেও মনে করেন অনেকে। সীসা পাইপের মাধ্যমে আসা জলকে দূষিত করে। মানুষের স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ে। কিন্তু এই ব্যাপারে সচেতনতার অভাব রয়েছে। এই সমস্যা মেটাতেই উদ্যোগী স্কিপার লিমিটেড, পলিমার পাইপের দুনিয়ায় নেতৃস্থানীয় ব্র্যান্ড।
advertisement
4/4
‘লেড ফ্রি’ পাইপ আনছে স্কিপার। মহেন্দ্র সিং ধোনি এবং ক্রিস গেইলকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করে সীসা-মুক্ত পাইপের ক্যাম্পেন শুরু করেছে স্কিপার। উদ্দেশ্য, সীসা মুক্ত বিশুদ্ধ জল নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং জল দূষিত করে এমন নিয়মিত পাইপ ব্যবহারের ঝুঁকি সম্পর্কে মানুষকে জানানো। স্কিপারের ‘লেড ফ্রি’ পাইপ সেটাই করে। মেলে ক্রিস্টাল-স্বচ্ছ জল যা ১০০ শতাংশ সীসা মুক্ত পাইপ থেকে বাড়িতে বিশুদ্ধ জল সরবরাহ নিশ্চিত করে।