TRENDING:

USB LED Bulb: মাত্র ২০ টাকায় যে কোনও জায়গায় জোরালো আলো! বাজিমাত করছে USB LED বাল্ব, কোথায় পাবেন

Last Updated:
USB LED Bulb: আসলে বাজারে বিভিন্ন ধরনের উন্নত এলইডি বাল্ব কিংবা আলো পাওয়া যায়। এর মধ্যে একটি এলইডি বাল্ব ইদানীং বাজারে এসেছে। যা ইউএসবি পোর্টের সঙ্গে সংযুক্ত করে সহজেই জ্বালানো যায়।
advertisement
1/10
মাত্র ২০ টাকায় সব জায়গায় জোরালো আলো! বাজিমাত করছে USB LED বাল্ব, কোথায় পাবেন
বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রযুক্তি এগোনোর ফলে নানা রকম কাজের ডিভাইসও সহজলভ্য হয়ে উঠছে। এর ফলে মানুষের নানা সুবিধাও হচ্ছে। কাজকর্ম অনেকটাই সহজ হয়ে উঠছে। এমনই এক ধরনের এলইডি বাল্বের বিষয়ে কথা বলা যাক।
advertisement
2/10
আসলে বাজারে বিভিন্ন ধরনের উন্নত এলইডি বাল্ব কিংবা আলো পাওয়া যায়। এর মধ্যে একটি এলইডি বাল্ব ইদানীং বাজারে এসেছে। যা ইউএসবি পোর্টের সঙ্গে সংযুক্ত করে সহজেই জ্বালানো যায়।
advertisement
3/10
এর খরচও অনেকটাই কম। অনেকেই হয়তো এখনও এই কাজের জিনিসটির কথা জানেন না। তাই দেখে নেওয়া যাক এর বিভিন্ন ফিচার সম্পর্কে।
advertisement
4/10
এই USB LED বাল্ব একটি দুর্দান্ত পণ্য। যা খুবই ছোট আকারের। দেড় ইঞ্চি পর্যন্ত আকারের এই বাল্ব সহজেই পকেটে রাখা যায়। আর যে কোনও জায়গায় তা ব্যবহার করা যায়।
advertisement
5/10
USB প্লাগ ডিজাইনের কারণে এটি USB পোর্টের যে কোনও জায়গায় সহজেই ইনস্টল করা যায়। যেমন - মোবাইল পাওয়ার চার্জার, মোবাইল চার্জিং হেড অথবা গাড়ির USB পোর্ট প্রভৃতি।
advertisement
6/10
অর্থাৎ যে কোনও জায়গায় সহজেই নিয়ে যাওয়া যায়। ধরা যাক, কেউ এমন একটা জায়গায় গাড়ি পার্ক করছে, যেটি একেবারে অন্ধকার। সেখানে আলোর জন্য এই বাল্ব ব্যবহার করা যেতে পারে।
advertisement
7/10
কীভাবে কেনা যাবে এই বাল্ব? আর কোথায় কিনতে পাওয়া যাচ্ছে এটি? বর্তমানে Amazon-এ পাওয়া যাচ্ছে এই বাল্ব। ফলে এটা কিনতে হলে ওই সাইটে গিয়ে THLS USB Night Light বলে সার্চ করতে হবে।
advertisement
8/10
৬টি বাল্বের একটি প্যাক পাওয়া যাচ্ছে মাত্র ৯৯ টাকায়। অর্থাৎ এক-একটি বাল্বের দাম পড়বে ১৭ টাকা করে। তবে অফলাইনেও পাওয়া যায় এই আলো। তবে তাতে দামটা অবশ্য একটু বেশি পড়ে। রিটেল স্টোরে একটি বাল্ব বিক্রি হয় ২০ টাকায়।
advertisement
9/10
বিভিন্ন কাজেই ব্যবহার করা যাবে এটি। এমনকী ল্যাপটপের সঙ্গেও অনায়াসে ব্যবহার করা যায় এটি। রাতে টর্চ ব্যবহার না করে এই আলো ব্যবহার করা যাবে।
advertisement
10/10
অন্ধকার করিডরে, ঘরে, রাতের ট্রেনে কিংবা ক্যাম্পিংয়েও এই ছোট্ট আলো দারুণ কাজে আসবে। মূলত সাদা রঙের আলো দেয় এটি। এর পাওয়ার ১ ওয়াটের হয়। তাই একসঙ্গে ২ থেকে ৩টি এই ধরনের বাল্ব ব্যবহার করলে প্রচুর আলো পাওয়া যাবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
USB LED Bulb: মাত্র ২০ টাকায় যে কোনও জায়গায় জোরালো আলো! বাজিমাত করছে USB LED বাল্ব, কোথায় পাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল