এই ৩ ভাবে আপনার UPI লেনদেনে ফাঁদ পাতছে প্রতারকরা, একটা ভুলে খালি হয়ে যাবে অ্যাকাউন্ট
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
UPI Scam Alert: আজকের দিনে অর্থ লেনদেন অত্যন্ত সহজ হয়ে উঠেছে। তবে এখানেও কিন্তু ফাঁদ পাতছে স্ক্যামার বা প্রতারকরা।
advertisement
1/6

ভারতে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এক আমূল পরিবর্তন এনেছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI)। এর সাহায্যে এক ক্লিকের মাধ্যমেই টাকা দেওয়া এবং টাকা নেওয়া সম্ভব। ফলে আজকের দিনে অর্থ লেনদেন অত্যন্ত সহজ হয়ে উঠেছে। তবে এখানেও কিন্তু ফাঁদ পাতছে স্ক্যামার বা প্রতারকরা। কারণ সহজেই অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তারা টাকা চুরি করে নিতে পারে। এর জন্য ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্যেরও প্রয়োজন হয় না।
advertisement
2/6
একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে আমরা এই সংক্রান্ত সাধারণ কিছু কৌশল শনাক্ত করেছি। সেই সমস্ত স্ক্যাম এবং তা থেকে বাঁচার কিছু উপায় আলোচনা করে নেওয়া যাক।
advertisement
3/6
ইউপিআই পিন দেওয়া চলবে না:ধরা যাক, কোনও ফোন এল গ্রাহকের কাছে। বলা হয়, আপনি কয়েক হাজার টাকা একটি লাকি ড্র-এর মাধ্যমে জিতেছেন। সেই টাকা PhonePe অথবা Paytm-এর মাধ্যমে ট্রান্সফার করা হবে। এই ট্রানজ্যাকশনের জন্য কলার ব্যবহারকারীর কাছ থেকে ইউপিআই পিন চাইতে পারে। আর সেটা দিয়ে দিলেই ফাঁকা হয়ে যাবে অ্যাকাউন্ট।
advertisement
4/6
ভুল করে অপরিচিত কারও অ্যাকাউন্ট থেকে টাকা এসেছে:ধরা যাক কারও ফোনে মেসেজ এল যে, বড়সড় কোনও পরিমাণ টাকা অ্যাকাউন্টে চলে এসেছে। এরপরেই কেউ কল করে বলবে যে, ভুল করে ওই ব্যবহারকারীর কাছে ওই টাকাটা সে পাঠিয়ে ফেলেছে। এটাও কিন্তু একটা স্ক্যাম হতে পারে। এরপর স্ক্যামার টাকা ফেরত চাইলে সেই ফাঁদে পা দিলেই খোওয়া যাবে টাকা।
advertisement
5/6
ভুয়ো ইউপিআই অ্যাপ থেকে সাবধান:FraudPay অথবা spoof Paytm অ্যাপের মতো প্রতারণামূলক অ্যাপ ছড়িয়ে পড়েছে চারপাশে। আর এই ভুয়ো ইউপিআই অ্যাপগুলি এতটাই দক্ষ যে, তা আসল QR কোড স্ক্যান করে নিয়ে Payment Successful মেসেজ দেখায়। যদিও লেনদেন কিন্তু ভুয়ো হতে পারে।
advertisement
6/6
এই সমস্ত স্ক্যাম ছাড়াও কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রতিটা ইউপিআই পেমেন্টের উপর নজর রাখতে হবে। কাকে কত টাকা পাঠানো হচ্ছে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অননুমোদিত লেনদেন দেখলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে হবে।