সব কাজ ছেড়ে এখনই আপডেট করুন Google Chrome, না হলে...
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
গুগল ক্রোমে এমন একটি বাগ এসেছে, যার ফলে ক্ষতি হতে পারে আপার ল্যাপটপ বা কম্পিউটারের
advertisement
1/6

আপনি কি গুগল ক্রোম ব্যবহার করেন ? যদি হ্যাঁ, তো এই মুহূর্তে আপডেট করুন নিজের প্রছন্দের ব্রাউজার। গুগল ক্রোমে এমন একটি বাগ এসেছে, যার ফলে ক্ষতি হতে পারে আপার ল্যাপটপ বা কম্পিউটারের।
advertisement
2/6
এই বাগ-এর হাত থেকে বাঁচতে নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে গুগল ক্রোম। গুগল ক্রোমের নতুন স্টেবেল ভার্সন 80.0.3987.122, যা Windows, MacOS আর Linux-এর জন্য আপলোড করে দেওয়া হয়েছে।
advertisement
3/6
গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য ব্রাউজার আপডেট করা এই জন্য দরকার, কারন এই বাগটিকে ট্র্যাক করে হ্যাকাররা খুব সহজেই আপনার ল্যাপটপ বা কম্পিউটার হাক করে নিতে পারবে।
advertisement
4/6
এই বাগটি ব্যাপারে গুগল স্বীকার করে জানিয়েছে ক্রোম ৮০-তে একটি হাই লেভেলের খামতি খুঁজে পাওয়া গিয়েছে। এর ফলে javascript হ্যাক করা সম্ভব আর হ্যাকাররা আপার PC-তে আনরেস্ট্রিক্টেড কোডো রান করতে পাড়বে।
advertisement
5/6
কীভাবে আপডেট করবেন আপনার PC? ক্রোম ব্রাউজারকে আপডেট করার জন্য প্রথমে Chrome Web browser যান। তারপর About Chrome গিয়ে আপডেট টু ডাউনলোড করে ইন্সটল করুন।
advertisement
6/6
ওয়েব অ্যাক্সেস করার জন্য বেশির ভাগ মানুষই গুগল ক্রোম ব্যবহার করে থাকে, এমন পরিস্থিতিতে এই রখম একটি বাগ কোটি কোটি মানুষের ডেটার ক্ষতি করতে পারে।