42 কোটি Facebook ব্যবহারকারীদের ফোন নম্বর ফাঁস, আপনারটি সুরক্ষিত তো ?
Last Updated:
রিপোর্টের অনুযায়ি ৪২ কোটি Facebook ব্যাবহারকারিদের ফোন নম্বর অনলাইনে ফাঁস হয়েছে
advertisement
1/4

যাঁরা ফেসবুকে নিজের ফোন নম্বর দিয়ে রেখেছেন, তাঁদের জন্য বড় দুসংবাদ। ফের একবার ডেটা লিক হওয়ার জন্য মুশকিলে সোশ্যাল মিডিয়া (Social Media) কোম্পানি ফেসবুক (Facebook)। রিপোর্টের অনুযায়ি ৪২ কোটি Facebook ব্যাবহারকারিদের ফোন নম্বর অনলাইনে লিক হয়েছে।
advertisement
2/4
মূলত আমেরিকা, ইংল্যান্ড এবং ভিয়েতনামের ফেসবুক ব্যবহারকারীদের ফোন নম্বর ফাঁস হয়ে গিয়েছে বলে জানিয়েছে ফেসবুক । এর মধ্যে ১৩ কোটি আমেরিকা, ব্রিটেন-এর ৮০ লক্ষ আর ভিয়েতনামের ৫ কোটি ইউজারের ডেটা ফাঁস হয়েছে।
advertisement
3/4
টেক ক্রাঞ্চ-এর একটি রিপোর্ট অনুযায়ি সম্প্রতি এক নিরাপত্তা গবেষক অনলাইনে ৪১ কোটি ৯০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বরযুক্ত একটি ডেটাবেইস খুঁজে পান। বলে হচ্ছে যে ইউজার আই ডি থেকে ফোন নম্বর ফাঁস করার সময় অনেক ইউজারদের নাম, জেন্ডার আর দেশের নামও পাবলিক হয়ে আছে।
advertisement
4/4
এই সার্ভারটি কোনও পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত ছিল না, রিপোর্ট সামনে আসতেই সেই সার্ভারটিকে অফলাইন করে দেওয়া হয়েছে। এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে ফেসবুক। কী ভাবে এই তথ্য ফাঁসের ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।