TRENDING:

ফোন অফ থাকলে পাঠানো মেসেজ কোথায় সেভ থাকে? জানলে অবাক হবেন

Last Updated:
মোবাইল বা ইন্টারনেট বন্ধ থাকলে তখন WhatsApp, SMS, Instagram ও Email-এর মেসেজগুলো কোথায় থাকে? কতদিন পর্যন্ত সেগুলো সার্ভারে নিরাপদে সংরক্ষিত থাকে? আর ইন্টারনেট চালু হতেই কীভাবে একসঙ্গে সব মেসেজ এসে যায়?
advertisement
1/8
ফোন অফ থাকলে পাঠানো মেসেজ কোথায় সেভ থাকে? জানলে অবাক হবেন
মোবাইল ফোন এখন আমাদের জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। WhatsApp, SMS, Instagram, Facebook, Email—এইসব নানা মাধ্যমের মাধ্যমে আমরা প্রতিদিন অসংখ্য বার্তা পাঠাই ও গ্রহণ করি। কিন্তু কখনও মোবাইল ডেটা বন্ধ থাকে, কখনও Wi-Fi পাওয়া যায় না, আবার কখনও ফোন পুরোপুরি বন্ধ থাকে। এমন পরিস্থিতিতে পরে যখন ফোন বা ইন্টারনেট চালু করা হয়, তখন সেই সময়ে আসা সব বার্তা একসঙ্গে এসে পৌঁছায়।
advertisement
2/8
তখন মনে প্রশ্ন জাগে—ফোন বা ইন্টারনেট বন্ধ থাকার সময় এসব বার্তা আসলে কোথায় থাকে? আর ইন্টারনেট চালু হতেই হঠাৎ করে কীভাবে সব বার্তা একসঙ্গে এসে যায়?
advertisement
3/8
ইন্টারনেট বন্ধ থাকলে যে বার্তাগুলো আসে, সেগুলো আপনার ফোনে সেভ হয় না; বরং সংশ্লিষ্ট কোম্পানির সার্ভারে নিরাপদে সংরক্ষিত থাকে। উদাহরণ হিসেবে—WhatsApp-এ আসা মেসেজগুলো WhatsApp-এর ক্লাউড সার্ভারে সেভ থাকে, Instagram বা Facebook-এর মেসেজগুলো Meta কোম্পানির সার্ভারে সংরক্ষিত হয়, আর SMS বা সাধারণ টেক্সট মেসেজগুলো থাকে আপনার মোবাইল নেটওয়ার্ক অপারেটরের সার্ভারে।
advertisement
4/8
অন্যদিকে Email—যেমন Gmail, Yahoo বা Outlook—এর মেলগুলো সংশ্লিষ্ট মেল সার্ভারে চলে যায়। সহজভাবে বললে, যেমন আপনার বাড়ি বন্ধ থাকলে আসা চিঠি ডাকঘরে রাখা হয়, ঠিক তেমনই ইন্টারনেট বন্ধ থাকার সময় যে বার্তাগুলো আসে, সেগুলো সার্ভারে নিরাপদে সংরক্ষিত থাকে।
advertisement
5/8
তাহলে এই মেসেজগুলো সার্ভারে কতদিন পর্যন্ত থাকে? প্রতিটি পরিষেবা তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী বার্তা সংরক্ষণ করে। যদি ফোন অফলাইন থাকে, তাহলে WhatsApp সাধারণত প্রায় ৩০ দিন পর্যন্ত মেসেজ তাদের সার্ভারে রেখে দেয়। মেসেজটি ফোনে ডেলিভার হয়ে গেলে তা স্বয়ংক্রিয়ভাবে সার্ভার থেকে মুছে যায়। SMS-এর ক্ষেত্রে, মোবাইল নেটওয়ার্ক অপারেটররা সাধারণত ২ থেকে ৭ দিন পর্যন্ত মেসেজ সার্ভারে সংরক্ষণ করে।
advertisement
6/8
এই সময়ের মধ্যে যদি ফোন চালু না হয়, তাহলে সেই মেসেজগুলো ডিলিট হয়ে যেতে পারে। তবে ই-মেলের ক্ষেত্রে বিষয়টি আলাদা—ই-মেল অনেক সময় কয়েক মাস甚至 কয়েক বছর পর্যন্তও সার্ভারে নিরাপদে সংরক্ষিত থাকতে পারে।
advertisement
7/8
তাহলে ইন্টারনেট চালু করলেই মেসেজগুলো কীভাবে আসে? যখন আপনি মোবাইল ডেটা অন করেন বা Wi-Fi-তে সংযুক্ত হন, তখন আপনার ফোন সংশ্লিষ্ট সার্ভারকে একটি সংকেত পাঠায়— “আমি এখন অনলাইন, আমার যেসব পেন্ডিং মেসেজ আছে সেগুলো পাঠাও।” এরপর সার্ভার সঙ্গে সঙ্গে সেখানে সংরক্ষিত সব মেসেজ আপনার ফোনে পাঠিয়ে দেয়। এই কারণেই অনেক সময় ইন্টারনেট চালু করামাত্রই একসঙ্গে অনেকগুলো মেসেজ এসে যায়।
advertisement
8/8
যদি মোবাইল বা ইন্টারনেট দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে, তাহলে কিছু মেসেজের মেয়াদ শেষ (এক্সপায়ার) হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে WhatsApp-এ “Message not delivered” লেখা দেখা যেতে পারে। তখন যিনি মেসেজ পাঠিয়েছিলেন, তাঁকে সেই মেসেজটি আবার নতুন করে পাঠাতে হয়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ফোন অফ থাকলে পাঠানো মেসেজ কোথায় সেভ থাকে? জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল