TRENDING:

Ultraviolette Automotive F77: ই-স্কুটার অনেক হল, বাজার কাঁপাতে আসছে ইলেকট্রিক বাইক! দেখলে চোখ ফেরাতে পারবেন না

Last Updated:
Ultraviolette Automotive F77: পেট্রল চালিত স্পোর্টস বাইক তো অনেক দেখেছেন। একবার ইলেকট্রিক স্পোর্টস বাইকের দুর্দান্ত লুক দেখুন।
advertisement
1/6
ই-স্কুটার অনেক হল, বাজার কাঁপাতে আসছে ইলেকট্রিক বাইক! দেখলে চোখ সরবে না
পেট্রোলের দাম আকাশছোঁয়া হতেই ই-স্কুটারের চাহিদা বাড়ছে। এমন পরিস্থিতিতে ভারতীয় সংস্থাগুলিও ইলেকট্রিক স্কুটার উত্পাদনে জোর দিচ্ছে। তবে ই-স্কুটারের বাজারে এবার আসছে দারুন দেখতে একটি ইলেকট্রিক বাইক। দেখলে চোখ ফেরাতে পারবেন না।
advertisement
2/6
Ultraviolette Automotive তাদের ইলেকট্রিক স্পোর্টস বাইক F77-এর টিজার প্রকাশ করেছে। জানা যাচ্ছে, দেশের সংস্থা টিভিএস এই মোটরসাইকেল উত্পাদনে বিনিয়োগ করেছে।
advertisement
3/6
জানা যাচ্ছে, ২০২২-এর মে-জুন মাসের মধ্যে এই ই-বাইক বাজারে আসবে। এখনও পর্যন্ত সারা বিশ্বে ৫০ হাজার মানুষ এই বাইক কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।
advertisement
4/6
আপাতত এই বাইক বিভিন্ন রাস্তায় চালিয়ে দেখছে সংস্থা। ব্যাটারি ক্যাপাসিটি, থ্রটল রেসপন্স, ফেয়ারিং রিলায়বিলিটি দেখা হচ্ছে।
advertisement
5/6
ইতিমধ্যে অটোমোবাইলের বাজার পরিবর্তন হয়েছে। এখন অনেকেই আর পেট্রল চালিত বাইক বা স্কুটারের দিকে ঝুঁকছেন না। ফলে ইলেকট্রিক ভেহিকেল-এর চাহিদা ক্রমশ বাড়ছে।
advertisement
6/6
টিভিএস ইতিমধ্যে ই-স্কুটারে বিনিয়োগ করেছে। তবে বিদেশি ব্র্যান্ডের সঙ্গে বিনিয়োগে নতুন পথ খুঁজতে চাইছে দেশের এই মোটরসাইকেল উত্পাদনকারী সংস্থা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Ultraviolette Automotive F77: ই-স্কুটার অনেক হল, বাজার কাঁপাতে আসছে ইলেকট্রিক বাইক! দেখলে চোখ ফেরাতে পারবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল