TRENDING:

আরও ২ টি পপুলার চাইনিজ অ্যাপ ব্যান! প্লে স্টোর থেকেও সরিয়ে দেওয়ার নির্দেশ দিল ভারত সরকার

Last Updated:
বড় খবর-ভারত-চিন সীমান্ত উত্তেজনার আঁচ ফের একবার চিনা অ্যাপে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও অ্যাকাউন্ট ছিল এদের মধ্যে একটি অ্যাপে৷
advertisement
1/4
আরও ২ টি পপুলার চাইনিজ অ্যাপ ব্যান! প্লে স্টোর থেকেও সরিয়ে দেওয়ার নির্দেশ
Weibo - গুগল সার্চের বিকল্প এবং Baidu ট্যুইটারের সমগোত্রীয়৷ এই দুটি অ্যাপের বিকল্প হিসেবেই এই অ্যাপগুলি ব্যবহার হত৷ সূত্রের খবর অনুযায়ি এই দুটি অ্যাপ ওই ৪৭ টি অ্যাপের মধ্যেই ছিল-যেগুলি ২৭ জুলাই ভারত সরকার ব্যান করে দিয়েছিল৷
advertisement
2/4
ইংরাজি সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী সরকার এই দুটি অ্যাপকে গুগল প্লে স্টোর ও অ্যাপেলর অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে৷ পাশাপাশি দেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদেরও নির্দেশ দেওয়া হয়েছে এই অ্যাপগুলি ব্লক করে দেওয়া হয়েছে৷ উইবো ২০০৯ সালে সিনা কর্পোরেশন লঞ্চ করেছিল৷ সারা পৃথিবীতে ৫০০ মিলিয়ন রেজিস্টার্ড ইউজার রয়েছে৷ সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি -রও এতে অ্যাকাউন্ট ছিল৷ তবে ভারত -চিনের মধ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই অ্যাকাউন্ট ব্যবহার বন্ধ করে দিয়েছেন৷
advertisement
3/4
Baidu -র Facemoji কিবোর্ড খুবই জনপ্রিয়৷ এরা ভারতে ‘Waters’ -র টেস্টিং চলছিল৷ কোম্পানির সিইও রবিন লি ভারতীয় ইউজার্স বাড়ানোর জন্য জানুয়ারিতে আইআইটি মাদ্রাজেও এসেছিলেন৷ তিনি জানিয়েছিলেন আর্টিফিসিয়াল ইনটিলিজেন্স ও মোবাইল কম্পুউটিং -র ক্ষেত্রে ভারতীয় টেকনোলজি ইনসটিটিউটদের ব্যবহার করতে চান৷
advertisement
4/4
২৯ জুন ব্যান হয়েছিল ৫৯ টি চাইনিজ অ্যাপ৷ যাতে টিকটক, শেয়ারইট, হেলো, লাইক, এম আই কমিউনিটি, -র মতো দারুণ পপুলার অ্যাপও ছিল৷ এরপর অন্য ৪৭ টি চিনা অ্যাপের লিস্টও তৈরি হয়েছিল৷ যাতে TikTok Lite, Camscanner Advance, Helo Lite, Shareit Lite, Bigo LIVE lite, VFY lite এই অ্যাপগুলি ছিল৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
আরও ২ টি পপুলার চাইনিজ অ্যাপ ব্যান! প্লে স্টোর থেকেও সরিয়ে দেওয়ার নির্দেশ দিল ভারত সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল