TRENDING:

Twitter: ইউটিউবের ধাঁচে আয় বাড়াতে চাইছে ট্যুইটার! অর্থের বিনিময়ে কনটেন্ট দেখতে পাবেন ফলোয়াররা

Last Updated:
এবার থেকে ট্যুইটার ব্যবহারকারীরা তাদের কনটেন্টের জন্য সাবস্ক্রিপশন চাইতে পারবেন। এজন্য একটি বিশেষ সেটিংস রাখা হবে যা ‘মনিটাইজেশন’ ট্যাবের মাধ্যমে ব্যবহার করা যাবে।
advertisement
1/7
ইউটিউবের ধাঁচে আয় বাড়াতে চাইছে ট্যুইটার! অর্থের বিনিময়ে কনটেন্ট দেখতে পাবেন
এবার টাকা দিলে ট্যুইটারে বাড়ানো যাবে ফলোয়ার। ইউটিউব-এর মতো নতুন আয়ের উপায় খুঁজছে ট্যুইটার। খোদ ইলন মাস্ক তাঁর মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটারে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এই বিশেষ সাবস্ক্রিপশনের ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করেছেন।
advertisement
2/7
সাম্প্রতিক একটি ট্যুইটে তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা তাদের ফলোয়ারদের দীর্ঘ টেক্সট এবং ভিডিও দেখার জন্য সাবস্ক্রিপশন চাইতেই পারেন। অনেকটা ইউটিউব-এর আদলে এই পরিকল্পনা করছে ট্যুইটার।
advertisement
3/7
এবার থেকে ট্যুইটার ব্যবহারকারীরা তাদের কনটেন্টের জন্য সাবস্ক্রিপশন চাইতে পারবেন। এজন্য একটি বিশেষ সেটিংস রাখা হবে যা ‘মনিটাইজেশন’ ট্যাবের মাধ্যমে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা এই প্লাটফর্ম থেকে অ্যান্ড্রয়েড এবং আইওএস লেভি ছাড়া বাকি সমস্ত অর্থই পাবেন।
advertisement
4/7
এই পরিকল্পনা গ্রহণ করলে ট্যুইটার প্রথম ১২ মাসের জন্য কোনও ছাড় দেবে না। মাস্ক জানিয়েছেন আইওএস ব্যবহারকারীদের কাছ থেকে ৭০ শতাংশ এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছ থেকে ৩০ শতাংশ অর্থ দাবি করা হবে। তবে ওয়েব ভার্সন-এর জন্য সর্বোচ্চ ৯২ শতাংশ অর্থ নেওয়া হতে পারে। তিনি দাবি করেছেন, পেমেন্ট প্রসেসরের ভিত্তিতে বিষয়টির উন্নতি করা যেতে পারে।
advertisement
5/7
মাস্ক আরও জানিয়েছেন, প্রথম বছরের পরে আইওএস এবং অ্যান্ড্রয়েডের ফি ১৫ শতাংশ কমিয়ে দেওয়া হবে। ভলিউম-এর উপর ভিত্তি করে খুব সামান্য পরিমাণ ফি দিতে হবে, তার বিনিময়ে কন্টেন্ট ক্রিয়েটাররা ফলোয়ারদের থেকে অর্থ সংগ্রহ করতে পারবেন। মাস্ক বলেন, আমাদের লক্ষ্যই হল প্রডিউসারের লাভের হার বৃদ্ধি করা।
advertisement
6/7
পাশাপাশি মাস্ক এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, ব্যবহারকারীরা যে কোনও সময় ট্যুইচার প্ল্যাটফর্ম ছেড়ে দিতে পারেন, সরিয়ে নিতে পারেন তাঁদের কনটেন্ট। ট্যুইটার ব্যবহারকারীদের সহজে প্রবেশ এবং প্রস্থানের সুযোগ দেবে।
advertisement
7/7
ট্যুইটার অধিগ্রহণের পর থেকে ইলন মাস্ক একের পর এক পরিবর্তন এনেছেন এই প্লাটফর্মে। তাঁর আদত উদ্দেশ্যই ট্যুইটারের আয় বাড়ানো। গত অক্টোবরে অধিগ্রহণের পর বিজ্ঞাপন আয়ের হ্রাসের কথা জানিয়েছিল ট্যুইটার। তারপর থেকে মাস্ক দ্রুত কিছু পণ্য এবং সাংগঠনিক পরিবর্তনের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছেন এই প্লাটফর্মকে। ব্লু-টিক ভেরিফিকেশন করিয়ে নেওয়ার জন্য সমস্ত অ্যাকাউন্ট থেকে অর্থ সংগ্রহ করতে শুরু করেছে ট্যুইটার। কিন্তু ঘটনা হল এর ফলে ট্যুইটারের কার্যকারিতাও হ্রাস পেয়েছে প্রায় ৮০ শতাংশ।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Twitter: ইউটিউবের ধাঁচে আয় বাড়াতে চাইছে ট্যুইটার! অর্থের বিনিময়ে কনটেন্ট দেখতে পাবেন ফলোয়াররা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল