TRENDING:

ফেসবুক, হোয়াটসঅ্যাপের পর এবার ট্যুইটারে ডার্কমোড !

Last Updated:
advertisement
1/5
ফেসবুক, হোয়াটসঅ্যাপের পর এবার ট্যুইটারে ডার্কমোড !
বেশ কিছু অ্যাপে যোগ হয়েছে ‘ডার্ক মোড’ ফিচারটি। আর এই ফিচারটির জনপ্রিয়তাও বেড়ে চলেছে। (Photo collected)
advertisement
2/5
টুইটারে এবার সত্যি ডার্ক মোড আনার কথা নিশ্চিত করেছেন প্রতিষ্ঠান প্রধান জ্যাক ডরসি। এর আগেও অ্যাপটিতে ডার্ক মোড এনেছে প্রতিষ্ঠানটি। কিন্তু আগে কালো রঙের পরিবর্তে ব্যবহার করা হয়েছে গাঢ় নীল। এতে একমত হয়েছেন টুইটার প্রধানও। ইতোমধ্যেই এটি ঠিক করতে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি (Photo collected)
advertisement
3/5
iOS-র ক্ষেত্রে এটি চালু করতে সেটিংস থেকে প্রাইভেসিতে যান। তারপর ডিসপ্লে অ্যান্ড সাউন্ড অপশন থেকে এই নাইট মোডটি চালু করুন। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও প্রক্রিয়াটি প্রায় একই।
advertisement
4/5
ঠিক কবে নাগাদ টুইটারের নতুন ডার্ক মোড চালু হবে তা অবশ্য নিশ্চিত করে বলা হয়নি। (Photo collected)
advertisement
5/5
স্মার্টফোনে ক্রমেই ওলেড পর্দার ব্যবহার বাড়ছে। একারণে আরও বেশি প্রতিষ্ঠান ডার্ক মোডের দিকে এগোচ্ছে। (Photo collected)
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ফেসবুক, হোয়াটসঅ্যাপের পর এবার ট্যুইটারে ডার্কমোড !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল