সেটটপ বক্স না বদলেই এবার বদলে নিতে পারবেন আপনার সার্ভিস প্রোভাইডর !
Last Updated:
advertisement
1/5

এতদিন মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল করা সম্ভব ছিল, এবার সেট-টপ বক্স বদল না করে কেবেল টিভি বা ডিটিএইচ অপারেটার বদল করা যাবে।
advertisement
2/5
এই কথা জানিয়েছেন ট্রাই চেয়ারম্যান আর এস শর্মা। তিনি বলেন, “দুই বছর ধরে সেট টপ বক্স পোর্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। সমস্যার বড় অংশ সমাধান করা হয়েছে। এখন সামনে কিছু বাণিজ্যিক সমস্যা রয়েছে। এই বছরের শেষে এই কাজ শুরু করতে পারব আমরা।”
advertisement
3/5
আধার কার্ড ও মোবাইল নম্বর পোর্টিবিলিটির উদাহরণ দিয়ে তিনি জানিয়েছেন শিঘ্রই টিভির দুনিয়ায় এই সুযোগ আসতে চলেছে।
advertisement
4/5
এই মুহুর্তে সব অপারেটারের সেট বটপ বক্সে নিজস্ব ফিচার ব্যাবহার করে থাকে সেই কারনে এখন পোর্ট করা সম্ভবব হচ্ছে না। তবে একবার পোর্টিং অপশান শুরু হলে কেবেল টিভি ও ডিটিএইচ গ্রাহকরা অনেক বেশি সুবিধা পাবেন।
advertisement
5/5
ওপেন সিস্টেমই ভবিষ্যৎ। গোটা আধার ব্যবস্থা তৈরী হয়েছিল ওপেন সোর্স সফটওয়্যার দিয়ে। দেশের 89 শতাংশ মোবাইল ফোন ওপেন সোর্স অপারেটিং সিস্টেমে কাজ করে।