ভারতে UPI-ভিত্তিক ভেরিফায়েড ব্যাজ চালু করল Truecaller; কাজ করবে কীভাবে? জানুন
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
UPI-এর মাধ্যমে ব্যবহারকারীদের পরিচয় যাচাই করে ডিজিটাল কমিউনিকেশনে বিশ্বাস এবং সত্যতা বৃদ্ধি করাই হল এই নয়া পরিষেবার লক্ষ্য।
advertisement
1/7

ভারতীয় অ্যান্ড্রয়েড প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য নয়া ইউপিআই-ভিত্তিক ভেরিফিকেশন ফিচার চালু করেছে Truecaller। যার ফলে ভারতীয় ব্যবহারকারীদের কাছে নিজেদের পরিচয় ভেরিফাই করার বিকল্প আসবে। আর তারা একটি Verified Badge পেয়ে যাবেন।
advertisement
2/7
সংস্থার মতে, সরকার-সমর্থিত ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই)-এর মাধ্যমে ব্যবহারকারীদের পরিচয় যাচাই করে ডিজিটাল কমিউনিকেশনে বিশ্বাস এবং সত্যতা বৃদ্ধি করাই হল এই নয়া পরিষেবার লক্ষ্য।
advertisement
3/7
বর্তমানে ইউপিআই-এর মাধ্যমে ইউজাররা তাঁদের সংশোধিত নাম নিশ্চিত করতে পারবেন। সেই সঙ্গে ট্রাস্টেড এবং গভর্নমেন্ট-এনডর্সড সিস্টেমের মাধ্যমে নিজেদের প্রোফাইলের অথেন্টিকেট প্রমাণ করতে পারবেন। বড় আর্থিক প্রতিষ্ঠানগুলি যা ব্যবহার করে, এটা একদম সেরকমই হবে।
advertisement
4/7
Truecaller-এর নয়া ফিচারের মাধ্যমে ইউজাররা নিজেরাই নিজেদের ভেরিফিকেশন প্রসেস শুরু করতে পারবেন। ব্যবহারকারীরা যে নামটি দেখাতে চান, সেটি বেছে নিয়ে ইউপিআই মেথডের মাধ্যমে নিজেদের আইডেন্টিটি ভেরিফাই করতে পারবেন।
advertisement
5/7
Truecaller-এর চিফ প্রোডাক্ট অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর ঋষিত ঝুনঝুনওয়ালা এই বিষয়ে বলেন যে, “নতুন এই Verified Badge হল আমাদের প্রিমিয়াম ইউজারদের থেকে পাওয়া প্রতিক্রিয়ার সরাসরি জবাব। আসলে আমাদের প্রিমিয়াম ইউজাররা বহু দিন ধরেই নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করার জন্য আরও নিরাপদ এবং বিশ্বস্ত কৌশলের সন্ধান করছিল। ইউপিআই-ভিত্তিক ভেরিফিকেশনকে একত্রীকরণ করে আমরা ব্যাপক ভাবে গ্রহণযোগ্য এবং নিরাপদ কৌশল এনেছি পরিচয় অথেন্টিকেট করার জন্য। এই ফিচারের আমাদের অঙ্গীকারকে আরও জোরালো করেছে। সেই সঙ্গে তা সেরা পরিষেবা প্রদান করবে। আর এতে ইউজারদেরও ক্ষমতায়ন হবে, ফলে তাঁরা আত্মবিশ্বাসের সঙ্গে ডিজিটাল ফুটপ্রিন্ট নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা বিশ্বাস করি যে, সকলের জন্য যোগাযোগের মাধ্যমকে নিরাপদ করার লক্ষ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
advertisement
6/7
ভারতে বর্তমানে এই Verified Badge ফিচারটির রোল-আউট শুরু হয়েছে। আর যেহেতু Truecaller-এর বিশ্বব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তাই তা অন্যান্য দেশেও পাওয়া যাবে। সংস্থার মতে, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে এই পদক্ষেপ।
advertisement
7/7
এই ফিচার চালু করে ডিজিটাল আইডেন্টিটি ভেরিফিকেশনে একটা নতুন মানদণ্ড তৈরি করাই হল Truecaller-এর লক্ষ্য। যার জেরে ব্যবহারকারীরা ভেরিফায়েড প্রোফাইলের বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন। যা ফর্ম্যাল আইডেন্টিফিকেশন সিস্টেমের ক্ষেত্রেও নিরাপত্তা প্রদান করবে। যেহেতু রোজকার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে ডিজিটাল যোগাযোগ, তাই Truecaller-এর এই ভেরিফায়েড ব্যাজ ইউজারদের যোগাযোগ গড়ে তোলার ক্ষেত্রে আরও নিরাপদ এবং ভরসাযোগ্য প্ল্যাটফর্ম প্রদান করবে।