Travel Tips: এবার পুজোয় রোড ট্রিপ? এই ৫ অ্যাপ সঙ্গে না থাকলেই কিন্তু আনন্দ মাটি, পড়বেন বিপদে
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Travel Tips: বাদ দেওয়া যাবে না ফোনে এই ৫ অ্যাপ রাখা। পথে এরা কাজে আসবে কল্পনার চেয়েও বেশি।
advertisement
1/6

এই শহর থেকে আরও অনেক দূরে? কেন নয়! বাইক বা গাড়িতে উঠে পড়লেই হল! গ্রামের পুজো হোক বা নিখাদ পথে পথে ঘোরা, অন্যরকম পুজো কাটাতে চাইলে রোড ট্রিপ বাদ দেওয়া যাবে না। একই সঙ্গে বাদ দেওয়া যাবে না ফোনে এই ৫ অ্যাপ রাখা। পথে এরা কাজে আসবে কল্পনার চেয়েও বেশি।
advertisement
2/6
Nawgati: তেল ছাড়া গাড়ি চলবে না। অজানা পথে কোথায় আছে পেট্রল পাম্প, তার রিয়েল টাইম লোকেশন দেখাবে এই অ্যাপ। সঙ্গে দেখাবে কে কেমন দর হাঁকছে। সেই মতো বেছে নিলেই চাকা গড়াবে সুদূরের পথে। এই পথ যদি না শেষ হয় সত্যি হয়ে ধরা দেবে।
advertisement
3/6
Booking.com: যদি রাতে থেকে যাওয়ার দরকার পড়ে? তখন কাজে আসবে এই অ্যাপ। হোটেলের তালিকা তো দেখাবেই, সেই সঙ্গে কোথায় পোষ্য নিয়ে যাওয়া যাবে এরকম দরকারি খবরও দেবে। সবথেকে বড় কথা- দেবে ফ্রি ক্যানসেলেশনের সুবিধাও। আর কী চাই!
advertisement
4/6
Zomato আর Swiggy: আর চাই পেটে খাবার। পেট ভরা না থাকলে ঘোরার আনন্দটাই মাটি। বাইরে খাওয়া নিয়ে যাঁদের খুঁতখুঁতুনি আছে, তাঁদের তো বিশেষ করে এই দুটো অ্যাপই ফোনে রাখতে হবে। তার পর পছন্দের জায়গা থেকে খাবার বেছে নিলেই হল, সুবিধাজনক স্পটে এসে দিয়ে যাবে সংস্থা।
advertisement
5/6
Incredible India: নতুন নতুন ঘোরার জায়গা, সাংস্কৃতিক ঐতিহ্যসমৃদ্ধ দর্শনীয়সমূহ এই সবের আপডেট তো পাওয়া যাবেই, সেই সঙ্গে এই অ্যাপে মিলবে স্থানীয় ইভেন্টের খবরও। সব মিলিয়ে ভারতের আসল মুখ দেখতে চাইলে একে ফোনছাড়া করা চলবে না।
advertisement
6/6
Splitwise: সবশেষে আসে খরচের কথা। বন্ধুবান্ধব হোক বা আত্মীয়, ট্রিপ শেষে পয়সা আদায় করতে নিজেরই কেমন লাগে! এখানেই কাজে আসবে এই অ্যাপ। নিজে থেকে কত খরচ হচ্ছে তার হিসেব রাখবে, কাকে কত দিতে হবে, সে নোটিফিকেশনও পাঠিয়ে দেবে। সব ভাল যার শেষ ভাল একেই তো বলে, তাই না?