TRENDING:

Spam Call: TRAI-এর নির্দেশে বসছে ফিল্টার, ১ মে থেকে বন্ধ হতে পারে স্প্যাম কল আসা!

Last Updated:
টেলিকম সংস্থাগুলি এই বিষয়ে কাজ করা শুরু করছে এবং তাদের সেই প্রক্রিয়া শীঘ্রই শেষ হতে চলেছে।
advertisement
1/7
TRAI-এর নির্দেশে বসছে ফিল্টার, ১ মে থেকে বন্ধ হতে পারে স্প্যাম কল আসা!
বর্তমানে আমাদের প্রায় সকলের কাছেই স্মার্টফোন জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। কিন্তু ফোনে প্রায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফেক কল আসতে থাকে। এর ফলে কাজের সময় অনেকেই বিরক্ত হন এই ধরনের ফেক কল এবং স্প্যামের জন্য। যে সকল মোবাইল ফোন ব্যবহারকারী এই ধরনের স্প্যাম কল এবং মেসেজ দ্বারা খুব বেশি বিরক্ত, তাঁদের জন্য রয়েছে একটি সুখবর।
advertisement
2/7
কারণ, খুব শীঘ্রই এই ধরনের মেসেজ এবং কল তাঁদের আর বিরক্ত করতে পারবে না। শুনতে অবাক লাগলেও, টেলিকম সংস্থাগুলি এই বিষয়ে কাজ করা শুরু করছে এবং তাদের সেই প্রক্রিয়া শীঘ্রই শেষ হতে চলেছে। অর্থাৎ এর ফলে কেউ আর ফোনে কোনও ধরনের ফেক কল বা স্প্যাম পাঠাতে পারবে না।
advertisement
3/7
আগামী মাসের প্রথম তারিখ অর্থাৎ ১লা মে থেকে ফোন ব্যবহারকারীরা অবাঞ্ছিত বার্তা এবং কল থেকে কিছুটা মুক্তি পেতে পারেন। কারণ, TRAI অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া-র নির্দেশের পর থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI-এর ভিত্তিতে স্প্যাম ফিল্টার নিয়ে আসার প্রস্তুতি শুরু করেছে টেলিকম সংস্থাগুলি। এর ফলে বন্ধ করা যাবে ফেক কল, ফেক মেসেজ এবং বিভিন্ন ধরনের স্প্যাম।
advertisement
4/7
জানা গিয়েছে যে, টেলিকম সংস্থাগুলির AI ভিত্তিক স্প্যাম ফিল্টার ইনস্টল করার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। এমন পরিস্থিতিতে, ১ মে ২০২৩ থেকেই তা চালু করে দেওয়া হতে পারে। এর ফলে ফোন ব্যবহারকারীরা অজানা এবং অবাঞ্ছিত কল থেকে মুক্তি পেতে শুরু করবেন এবং এই ধরনের স্প্যামের মাধ্যমে বিভিন্ন ধরনের দুর্নীতি করা সম্ভব নাও হতে পারে।
advertisement
5/7
স্প্যাম কল ছাড়াও, এই নতুন ফিল্টার প্রবর্তনের সঙ্গে জালিয়াতির লিঙ্ক সম্বলিত এসএমএস বার্তাগুলিও কমতে শুরু করবে। অর্থাৎ সাইবার অপরাধীদের দমনে এটি অনেক সাহায্য করবে।
advertisement
6/7
TRAI কোম্পানিগুলিকে ১ মে-র মধ্যে AIML স্প্যাম ফিল্টার ইনস্টল করার নির্দেশ দিয়েছিল এবং স্প্যাম ফিল্টার ট্রায়াল শেষ পর্যায়ে রয়েছে। এর জন্য Vi (Vodafone-Idea) Tenla Platforms এর সঙ্গে চুক্তি করেছে বলে জানা গিয়েছে।
advertisement
7/7
একই ভাবে, Airtel-ও সঙ্গে একটি সফল ট্রায়াল করেছে এবং কোম্পানি এই সপ্তাহে স্প্যাম ফিল্টার ইনস্টল করার ঘোষণা করে দিতে পারে। অন্য দিকে, রিলায়েন্স জিও ৩টি কোম্পানির সঙ্গে ট্রায়ালের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Spam Call: TRAI-এর নির্দেশে বসছে ফিল্টার, ১ মে থেকে বন্ধ হতে পারে স্প্যাম কল আসা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল