TRENDING:

TRAI New Rule: Jio-Airtel-Vi গ্রাহকদের জন্য দুঃসংবাদ! ১ ডিসেম্বর থেকে বিপাকে কোটি কোটি মোবাইল ইউজার

Last Updated:
TRAI New Rule: আর্থিক লেনদেন কিংবা কেনাকাটার ক্ষেত্রে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড মাস্ট। লক্ষ লক্ষ ভারতীয় মোবাইল ব্যবহারকারীর জন্য ওটিপি আসাকে বাধাপ্রাপ্ত করতে পারে TRAI
advertisement
1/9
Jio-Airtel-Vi গ্রাহকদের জন্য দুঃসংবাদ! ১ ডিসেম্বর থেকে বিপাকে মোবাইল ইউজাররা
যে কোনও গুরুত্বপূর্ণ কাজে এমনকী আর্থিক লেনদেন কিংবা কেনাকাটার ক্ষেত্রে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড মাস্ট। লক্ষ লক্ষ ভারতীয় মোবাইল ব্যবহারকারীর জন্য ওটিপি আসাকে বাধাপ্রাপ্ত করতে পারে TRAI।
advertisement
2/9
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) দ্বারা বাধ্যতামূলক নতুন ট্রেসেবিলিটি নিয়মগুলি কার্যকর করার জন্য Airtel, Vodafone-Idea এবং Reliance Jio-র মতো টেলিকম জায়ান্টদের আগামী ১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত চূড়ান্ত এক্সটেনশন দেওয়া হয়েছে।
advertisement
3/9
স্ক্যামাররা যাতে ভুয়ো ওটিপি এবং জালয়াতি সংক্রান্ত মেসেজ না পাঠাতে পারে, সেটাই নতুন এই ট্রেসেবিলিটি সংক্রান্ত নীতির লক্ষ্য। কোনও মেসেজের উৎস জানা থাকলে টেলিকম অপারেটররা সেই ম্যালিশিয়াস মেসেজ ব্লক করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে পারবে। সেই সঙ্গে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবে গ্রাহকদেরও।
advertisement
4/9
কিন্তু ডেডলাইন বা সময়সীমা কেন? TRAI-এর নতুন নীতির লক্ষ্য হল, স্প্যাম এবং ফিশিং মেসেজের বাড়বাড়ন্ত খর্ব করা। এর জন্য টেলিকম অপারেটরদের কমার্শিয়াল মেসেজ এমনকী ওটিপি-র উৎস খুঁজে বার করতে হবে। মূলত গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে প্রতারণার হাত থেকে তাঁদের সুরক্ষিতও করা যাবে।
advertisement
5/9
আর টেলিকম অপারেটররা যদি ডেডলাইন মেনে চলতে না পারেন, তাহলে ওটিপি আসার ক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে। ব্যবহারকারীদের বিলম্ব হতে পারে। এমনকী ব্যাঙ্কিং, ই-কমার্স এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো বিভিন্ন পরিষেবা থেকে ওটিপি আসা সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যাবে।
advertisement
6/9
এই উদ্বেগগুলি প্রশমিত করার জন্য TRAI ধীরে ধীরে বাস্তবায়ন প্রক্রিয়ার অনুমতি দিয়েছে। এখন থেকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে অপারেটররা নিয়মিত সতর্কতা জারি করে জানাবে যে, তারা এই ঘোষণা মেনে চলতে ব্যর্থ। আগামী ১ ডিসেম্বর থেকে এন-কমপ্লেন এন্টিটি থেকে আসা মেসেজ ব্লক করে দেওয়া হবে।
advertisement
7/9
ব্যবহারকারীদের কী কী করণীয়? টেলিকম অপারেটররা সময়সীমা পূরণ করার জন্য কাজ করার ক্ষেত্রে ব্যবহারকারীরা নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করতে পারেন: টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) এনেবল করা: ব্যবহারকারীদের অনলাইন অ্যাকাউন্টগুলিতে নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর প্রদান করবে এটি।
advertisement
8/9
ফিশিং প্রচেষ্টা থেকে সতর্কতা অবলম্বন:সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা অথবা অপরিচিত অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে।
advertisement
9/9
নিজের ডিভাইসের নিরাপত্তা: শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। নিজের ডিভাইসের সফটওয়্যার নিয়মিত আপডেট করতে হবে। আর রেপুটেবল সিকিউরিটি অ্যাপ ইনস্টল করতে হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
TRAI New Rule: Jio-Airtel-Vi গ্রাহকদের জন্য দুঃসংবাদ! ১ ডিসেম্বর থেকে বিপাকে কোটি কোটি মোবাইল ইউজার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল