TRENDING:

টিভি চ্যানেল বাছার ঝামেলা থেকে মুক্তি, পছন্দের চ্যানেল সহজে বেছে নিতে TRAI আনল অ্যাপ

Last Updated:
এই অ্যাপের সাহায্যে গ্রাহকরা এখন নিজের পছন্দের চ্যানেল সহজেই বেছে নিতে পাড়বেন
advertisement
1/7
টিভি চ্যানেল বাছার ঝামেলা থেকে মুক্তি, এবার সহজেই বেছে নিন TRAI-এর অ্যাপ থেকে
টেলিকম রেগুলেটারি অথরিটি অব ইন্ডিয়া (TRAI) নতুন একটি অ্যাপ লঞ্চ করছে যেখানে গ্রাহকরা সহজেই নিজেদের পছন্দের চ্যানেল বেছে নিতে পাড়বেন। নতুন এই অ্যাপটির নাম Channel Selector। এই অ্যাপে গ্রাহকরা নিজেদের টিভি-র সাবস্ক্রিপশন দেখতে পাবেন আর আওঙ্গে নিজের পছন্দের চ্যানেলও বেছে নিতে পাড়বেন। সেই সঙ্গে যে চ্যানেলগুলি দেখতে চান না সেইগুলি সরিয়েও ফেলতে পাড়বেন।
advertisement
2/7
ট্রাই জানিয়েছে যে, ব্রডকাস্টিং সার্ভিসের নতুন ট্যারিফ নির্দেশিকা জারি করার পর থেকে দেখা গিয়েছে যে গ্রাহদের তাঁদের ডিপিও-র নির্দিষ্ট ওয়েব পোর্টাল এবং অ্যাপের মাধ্যমে পছন্দের চ্যানেলগুলি বেছে নিতে অসুবিধা হচ্ছিল। তাই এই সমস্যায় সমাধান করতে Channel Selector অ্যাপ নিয়ে এসেছে ট্রাই।
advertisement
3/7
বর্তমানে এই চ্যানেল সিলেক্টর অ্যাপ, ডিটিএইচ অপারেটর এবং মাল্টি-সিস্টেম অপারেটরদের সঙ্গে কাহ করছে। TRAI-এর দাবি, খুব শীঘ্রই সব সংস্থাকেই একে একে ওই অ্যাপের আওতায় আসতে হবে।
advertisement
4/7
TRAI সূত্রের খবর, অ্যাপ খুললে সংশ্লিষ্ট এমএসও বা ডিটিএইচ সংস্থাগুলির নাম পর্দায় আসবে। নিজের সংস্থার নাম বেছে নেওয়ার পর গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইউজার আইডি বা সেটটপ বক্সের নম্বর জানাতে হবে।
advertisement
5/7
এরপর গ্রাহকের মোবাইলে একটি OTP আসবে। কিন্তু যদি কোনও গ্রাহক অপারেটরের সঙ্গে নিজের মোবাইল নম্বর রেজিস্টার না করে তাহকে তো এই OTP তিনি তাঁর টিভির স্ক্রিনে দেখতে পাবেন। এই OTP যাচাই করে নেওয়ার পর চ্যানেলগুলির তালিকা মোবাইলের স্ক্রিনে ফুটে উঠবে।
advertisement
6/7
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, আপাতত নতুন পছন্দের চ্যানেল সহজেই বেছে নেওয়া যাবে এই অ্যাপ থেকে। সেই সঙ্গে চলতি প্যাকেও পরিবর্তন করতে পাড়বে গ্রাহকরা। তবে চালু কোনও চ্যানেল বন্ধ করতে চাইলে রিচার্জের মেয়াদের শর্ত মানতে হবে গ্রাহককে।
advertisement
7/7
এখন শুধুমাত্র Google Play Store থেকে Channel Selector অ্যাপটি ডাউলোড করে যাচ্ছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
টিভি চ্যানেল বাছার ঝামেলা থেকে মুক্তি, পছন্দের চ্যানেল সহজে বেছে নিতে TRAI আনল অ্যাপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল