advertisement
1/7

নতুন নিয়মে সব গ্রাহককে 31 জানুয়ারীর আগে চ্যানেলের তালিকা পেশ করতে হবে। এবার DTH ও কেবেল টিভি গ্রাহকদের চ্যানেল পছন্দ করার কাজ সহজ করতে নতুন অ্যাপ নিয়ে এল টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। (Photo collected)
advertisement
2/7
নতুন চ্যানেল সিলেক্টার অ্যাপ ব্যবহার করে সহজেই যেমন চ্যানেল পছন্দ করা যাবে একই সাথে দেখে নেওয়া যাবে প্রত্যেক চ্যানেলের দাম। (Photo collected)
advertisement
3/7
চারদিকে সবাই যখন চ্যানেল পছন্দ করতে হিমশিম খাচ্ছেন তখন এই অ্যাপ ব্যবহার করে সহজেই আপনি নিজের টিভির চ্যানেল পছন্দ করে নিতে পারবেন। চ্যানেল পছন্দ করার অ্যাপ ব্যবহারের জন্য এখানে ক্লিক করুন। (Photo collected)
advertisement
4/7
শুরুতেইও আপনি কোন রাজ্য থেকে টিভি দেখতে চান তা জিজ্ঞাসা করবে এই অ্যাপ। এর পরে ভাষা পছন্দ করার আপশান সামনে আসবে। (Photo collected)
advertisement
5/7
ভাষা পছন্দ করার পর কোন ধরনের চ্যানেল দেখতে চান তা জানালে এই অ্যাপ সার্চের চাহিদা আনুযায়ী চ্যানেলের তালিকা তুলে ধরবে আপনার স্ক্রিনে। (Photo collected)
advertisement
6/7
2018 সালের 29 ডিসেম্বরের মধ্যে গ্রাহকের চ্যানেল পছন্দের সময়সীমা থাকলেও পরে চ্যানেল পছন্দ করার জন্য 31 জানুয়ারী পর্যন্ত সময় দিল TRAI। (Photo collected)
advertisement
7/7
TRAI জানিয়েছে 31 জানুয়ারী সব গ্রাহক নিজের প্যাকের সব চ্যানেল দেখতে পাবেন। (Photo collected)