Washing Machine Utility: ধবেধবে হবে কাপড়, লাগবে কম জল, পুড়বে কম ইলেক্ট্রিক, কোন ওয়াশিং মেশিনে সেরা? রইল হদিশ
Last Updated:
ইলেকট্রিক, ডিটারজেন্ট আর জল, কোন ওয়াশিং মেশিন বেশি সাশ্রয়ী- টপ লোড না ফ্রন্ট লোড? জানুন কেনার আগেই
advertisement
1/7

বিদেশি ছবি হোক বা আমাদের এই দেশের বিজ্ঞাপন, ওয়াশিং মেশিন বললেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে ঝকঝকে এক ফ্রন্ট লোডিং মডেলের কথা। ওগুলোর দাম একটু বেশি হয়, তাই সবার ক্রয়ক্ষমতার নাগালে থাকে না। ঘরে ঘরে তাই টপ লোডিং ওয়াশিং মেশিনই বেশি চোখে পড়ে।
advertisement
2/7
কিন্তু, যে কোনও ইলেকট্রনিক পণ্য কেনার আগে একটা বিষয় মাথায় রাখা দরকার। কিনতে খরচ কম হলেই যে ব্যবহারের খরচ কম হবে, তার কোনও মানে নেই। এক্ষেত্রে সেই খরচটা হল ইলেকট্রিক বিল। ওয়াশিং মেশিনের ক্ষেত্রে এর সঙ্গে যুক্ত হবে ডিটারজেন্ট আর জলের ব্যাপারটাও। সব মিলিয়ে তাহলে কোনটা সেরা- কোন ওয়াশিং মেশিন বেশি সাশ্রয়ী- টপ লোড না ফ্রন্ট লোড?
advertisement
3/7
যদি পাওয়ার কনজাম্পশনের কথা আসে অর্থাৎ ইলেকট্রিক বিল কম করার বিষয়, তাহলে এগিয়ে থাকবে ফ্রন্ট লোড। পাওয়ার, ডিটার জেন্ট আর জল- এই তিন দিক থেকেই সমীক্ষা বলছে যে টপ লোডের তুলনায় ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন বেশি সাশ্রয়ী, তা ৩০ শতাংশ কম খরচ করে তিন দিকেই।
advertisement
4/7
আর বাকি সুবিধা-অসুবিধা?সম্পূর্ণ অটোমেটিক টপ লোড ওয়াশিং মেশিনগুলি সাধারণত বেশি সুবিধাজনক। কারণ গ্রাহকদের কাপড় লোড এবং আনলোড করতে নিচু হতে হবে না। এটি গ্রাহকদের পিঠে চাপ পড়তে দেয় না। কিন্তু, টপ লোডিং ওয়াশিং মেশিনগুলিতে জামাকাপড় শক্ত হয়ে যেতে পারে এবং ওভারলোড হয়ে গেলে সমস্যা দেখা দিতে পারে।
advertisement
5/7
অন্য দিকে, ফ্রন্ট লোড অটোমেটিক ওয়াশিং মেশিনে জামাকাপড় মসৃণ থাকে। টপ লোড ওয়াশিং মেশিনে বালিশের মতো বড় আইটেমগুলি ধোয়াও কঠিন। কারণ সেগুলি জলে সম্পূর্ণ ভাবে ডুবে যায় না।
advertisement
6/7
জলের ব্যবহার সম্পর্কে কথা বলতে গেলে, ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনগুলি টপ-লোডিং ওয়াশিং মেশিনের তুলনায় কম জল এবং বিদ্যুৎ খরচ করে। একটি ভাল ফ্রন্ট-লোড ওয়াশিং মেশিন আমাদের পরিবেশের আরও ভাল যত্ন নিতে সাহায্য করতে পারে।
advertisement
7/7
ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিন সম্পর্কে সবচেয়ে বড় অভিযোগ হল যে, সময়ের সঙ্গে সঙ্গে এর দরজার রাবার গ্যাসকেটের চারপাশে শ্যাওলা তৈরি হতে পারে। এছাড়াও ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের টপ-লোডিং ওয়াশিং মেশিনের তুলনায় অনেক বেশি রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়।