TRENDING:

Valentine's Day 2024 Gift Ideas: প্রেম দিবসে সঙ্গীকে উপহার দিন ইয়ারবাডস! সেরা পাঁচটি ইয়ারবাডসের সন্ধান রইল! জানুন

Last Updated:
Valentine's Day 2024 Gift Ideas: মনের মানুষকে দেওয়ার জন্য সেরা উপহার হতে পারে ইয়ারবাডস। সবথেকে বড় কথা হল এই গ্যাজেট অত্যন্ত কাজের জিনিস।
advertisement
1/6
প্রেম দিবসে সঙ্গীকে উপহার দিন ইয়ারবাডস! সেরা পাঁচটি ইয়ারবাডসের সন্ধান রইল! জানুন
শুরু হচ্ছে প্রেমের সপ্তাহ। আর এক সপ্তাহ পরেই আসবে ভ্যালেন্টাইন্স ডে। আর এই ভালবাসার দিনটা উদযাপন তো করতেই হবে। আর তার জন্য নিজের ভালবাসার মানুষের সঙ্গে সময় কাটানো তো আছেই, সেই সঙ্গে চলবে উপহারের আদানপ্রদানও। মনের মানুষকে দেওয়ার জন্য সেরা উপহার হতে পারে ইয়ারবাডস। সবথেকে বড় কথা হল এই গ্যাজেট অত্যন্ত কাজের জিনিস। দেখে নেওয়া যাক, সঙ্গীকে দেওয়ার জন্য সেরা কিছু ইয়ারবাডসের তালিকা।
advertisement
2/6
OnePlus Buds Pro 2: দুর্দান্ত সাউন্ড এক্সপেরিয়েন্স প্রদান করবে এই ইয়ারবাডস। রয়েছে Spatial Audio এবং ডায়নামিক হেড ট্র্যাকিং ফিচার। ওই বাডসের স্মার্ট সিন নয়েস ক্যান্সেলেশন ২.০ ফিচার রয়েছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা পার্সোনালাইজড এএনসি-সহ নয়েস-ফ্রি শ্রবণের অভিজ্ঞতা লাভ করতে পারবেন। এছাড়া প্রায় ৪০ ঘণ্টা ব্যাটারি লাইফ এবং ক্যুইক চার্জিং সুবিধার কারণে এটা সেরা উপহার হতে পারে।
advertisement
3/6
Samsung Galaxy Buds2 Pro:এই ইয়ারবাডস ভীষণই স্টাইলিশ বোরা পার্পল রঙের হয়ে থাকে। এর সঙ্গে রয়েছে নয়েস ক্যানসেলেশন টেকনোলজিও। আবার স্পষ্ট ভাবে শোনার জন্য একটা বিল্ট-ইন মাইকও থাকে।
advertisement
4/6
Sony LinkBuds S WF-LS900N:Sony-র এই ইয়ারবাডসে প্রিমিয়াম সাউন্ড এক্সপেরিয়েন্সের জন্য Hi-Res Audio এবং 360 Reality Audio ফিচার রয়েছে। মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি এবং স্পটিফাই ট্যাপের মাধ্যমে একটা থেকে অন্য ডিভাইসে স্যুইচ করা যাবে। ফলে ব্যবহারকারী ঝঞ্ঝাটমুক্ত ভাবে শোনার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
advertisement
5/6
Bose QuietComfort:Bose-এর সাউন্ড কোয়ালিটির কথা সকলেরই জানা। Bose QuietComfort নয়েস ক্যানসেলিং ইয়ারবাডসেও এর ব্যতিক্রম হয়নি। ব্লুটুথ কানেক্টিভিটি এবং টাচ কন্ট্রোলের ফলে ব্যবহারকারীরা নির্ঝঞ্ঝাটে তা ব্যবহার করতে পারবেন। আর ট্রিপল ব্ল্যাক কালার তো দারুণ স্টাইলিশ লুক দিয়েছে এই ইয়ারবাডসকে।
advertisement
6/6
Apple AirPods (2nd Generation):ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে এবং স্থায়িত্ব বাড়ানোর জন্য এতে ব্যবহার করা হয়েছে MagSafe Charging Case। এর পাশাপাশি অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশন, ট্রান্সপারেন্সি মোড, অ্যাডাপ্টিভ অডিও এবং আপগ্রেডেড এইচ২ চিপ থাকবে। যা ব্যবহারকারীদের দুর্দান্ত সুবিধা প্রদান করবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Valentine's Day 2024 Gift Ideas: প্রেম দিবসে সঙ্গীকে উপহার দিন ইয়ারবাডস! সেরা পাঁচটি ইয়ারবাডসের সন্ধান রইল! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল