TRENDING:

Cheapest Cars In India: পাঁচ লাখ টাকায় বাড়িতে গাড়ি! মধ্যবিত্তের চার চাকার স্বপ্নপূরণ হবে কীভাবে দেখুন

Last Updated:
Top 5 Cheapest Cars: চার চাকার শখ! কিন্তু বাজেটে কুলোচ্ছে না! এই পাঁচটি মডেল কিনতে পারেন খুব সস্তায়।
advertisement
1/5
পাঁচ লাখ টাকায় বাড়িতে গাড়ি! মধ্যবিত্তের চার চাকার স্বপ্নপূরণ হবে কীভাবে দেখুন
Renault Kwid: রেনল্ট কুইড হ্যাচব্যাক কার। কুইড-এর 1.0 RXL AMT ভ্যারিয়েন্টে 999 cc ইঞ্জিন রয়েছে। ফাইভ স্পিড অটোমেটিক গিয়ার বক্স থাকবে। ২২ কিমি প্রতি লিটারে মাইলেজ। দাম শুরু ৪.৪৯ লাখ টাকা থেকে।
advertisement
2/5
Maruti Alto: 800 CC-র অল্টোতে 40hp পাওয়ার ও 60Nm পিক টর্ক পাবেন। ৪.৬৬ লাখ টাকা থেকে শুরু।
advertisement
3/5
Hyundai Santro: বেস্ট বাজেট কার বলা হয় হুন্ডাই স্যান্ট্রোকে। পাঁচজন যাত্রীর জন্য কেবিন স্পেস যথেষ্ট। ২০ কিমি প্রতি লিটার মাইলেজ। দাম শুরু৪.৮৬ লাখ টাকা থেকে।
advertisement
4/5
Datsun Redi-GO: এই হ্যাচব্যাক কার ছটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আট ইঞ্চির টাচস্ক্রিন এই গাড়ির বাড়তি আকর্ষণ। এক্স শো-রুম প্রাইজ ৩,৯৭,৫০০ টাকা।
advertisement
5/5
Tata Tiago: ৬ বছর আগে লঞ্চ হয়েছিল এই গাড়ি। টাটার সব থেকে বেশি বিক্রি হওয়া হ্যাচব্যাক কার এটি। এখন সিএনজি অপশনে পাওয়া যায় এই মডেল। ৫,৩৭,৯০০ টাকা এক্স শোরুম প্রাইজ।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Cheapest Cars In India: পাঁচ লাখ টাকায় বাড়িতে গাড়ি! মধ্যবিত্তের চার চাকার স্বপ্নপূরণ হবে কীভাবে দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল