Bikes: 'হাইট' কম যাঁদের, এই ৫টি বাইক তাঁদের জন্য একদম 'পারফেক্ট'! দামেও সস্তা, মাইলেজ ভাল
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
Bikes- বাইক ছোটানোর স্বপ্ন তো সকলেই দেখেন। কিন্তু দৈহিক উচ্চতা কম হওয়া বা বেঁটে হওয়ার কারণে অনেকেই বাইক চালানোর স্বপ্ন থেকে পিছিয়ে আসেন।
advertisement
1/6

মাখনের মতো মসৃণ রাস্তা হোক কিংবা রাজপথই হোক, সেখান দিয়ে বাইক ছোটানোর স্বপ্ন তো সকলেই দেখেন। কিন্তু দৈহিক উচ্চতা কম হওয়া বা বেঁটে হওয়ার কারণে অনেকেই বাইক চালানোর স্বপ্ন থেকে পিছিয়ে আসেন। আসলে বাজারে প্রাপ্ত বেশিরভাগ বাইকের আসন বা সিটের উচ্চতা অনেকটাই বেশি থাকে। বলা ভাল, বেশিরভাগ বাইকের সিটই উঁচু হয়। যার জেরে কম দৈহিক উচ্চতাবিশিষ্ট বা বেঁটে রাইডারদের বাইকে বসতে প্রচুর সমস্যা হয়। আর বাইক ছোটানোর স্বপ্ন অধরাই থেকে যায়। তবে চিন্তার কোনও কারণ নেই। সেই কারণে আজকের প্রতিবেদনে এমন ৫টি বাইকের কথা বলব, যেগুলির সিটের উচ্চতা কম। অর্থাৎ এই সমস্ত বাইকের সিট নিচু হয়। ফলে অনায়াসে এই বাইকে বসে চালাতে পারবেন রাইডাররা। তাহলে দেখে নেওয়া যাক নিচু আসন বিশিষ্ট কিছু বাইকের তালিকা।
advertisement
2/6
Bajaj Avenger 160 Street:Bajaj Street 160 বাইক আবার কম উচ্চতাবিশিষ্ট মানুষদের খুবই পছন্দের বাইক। এটি আসলে ক্রুজার বাইক। এর সিটের উচ্চতা মাত্র ৭৩৭ এমএম। আর এই বাইক চালানোর অভিজ্ঞতা খুব মজাদার। দিল্লিতে এই বাইকের এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে মাত্র ১.৪৩ লক্ষ টাকা থেকে।
advertisement
3/6
Royal Enfield Meteor 350:এই তালিকায় পরের বাইকটি হল Royal Enfield Meteor 350। এর আসন বা সিটের উচ্চতা ৭৬৫ এমএম। যাঁদের উচ্চতা কম, তাঁদের জন্য আদর্শ এই বাইক। এই বাইকটির দাম ২.০৪ লক্ষ টাকা থেকে ২.২৬ লক্ষ টাকার মধ্যে।
advertisement
4/6
Jawa Perak:কম উচ্চতাবিশিষ্ট রাইডারদের জন্য তৃতীয় সেরা বাইকটি হল Jawa Perak। এর আসনের উচ্চতা মাত্র ৭৫০ এমএম। অন্যান্য বাইকের তুলনায় এর সিটটি অনেক বেশি উচ্চতায় ইনস্টল করা হয়েছে। Jawa Perak-এর দিল্লিতে এক্স-শোরুম মূল্য হল ২.১৩ লক্ষ টাকা।
advertisement
5/6
Hero Splendor Plus:কমিউটার সেগমেন্টে বেশ সস্তার মোটরসাইকেল এটি। এর সিটের উচ্চতা ৭৮৫ এমএম। যাঁদের উচ্চতা কম, তাঁদের জন্য উপযুক্ত এই বাইকটি। দিল্লিতে এই বাইকটির এক্স-শোরুম মূল্য হল ৭৪৪৯১ টাকা।
advertisement
6/6
Honda Shine:এই তালিকার শেষ এবং পঞ্চম মোটরসাইকেলটি হল Honda-র নতুন Shine 100। যার উচ্চতা মাত্র ৭৮৬ এমএম। এই বাইকটির কার্ব ওয়েট হল মাত্র ৯৯ কেজি। এক্স-শোরুম মূল্য মাত্র ৬৪৯০০ টাকায় এই বাইকটি কিনতে পারবেন রাইডাররা।