WhatsApp স্প্যাম নিয়ে জেরবার? চিন্তা নেই; এবার লক স্ক্রিন থেকেই ব্লক করা যাবে ব্যবহারকারীদের
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
যদিও WhatsApp প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে চলেছে মেটা। ফলে সময়ের সঙ্গে সঙ্গে বেশ উন্নত হয়েছে এই প্ল্যাটফর্ম।
advertisement
1/7

অনলাইন স্ক্যাম যে কত বড় আকার ধারণ করতে পারে, সেটা আমরা এখন কমবেশি প্রায় সকলেই জেনে গিয়েছি। চারিদিকে নানা ধরনের অনলাইন স্ক্যাম বা প্রতারণা হচ্ছে। তবে স্ক্যামাররা কিন্তু নতুন নতুন উদ্ভাবনী উপায়ে সাধারণ মানুষের জন্য প্রতারণার ফাঁদ পাতছে।
advertisement
2/7
আর ভাল ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে, WhatsApp-এর মতো অ্যাপের মাধ্যমেই কিন্তু এই ধরনের প্রতারণার মুখোমুখি হয়ে থাকেন ব্যবহারকারীরা। যদিও WhatsApp প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে চলেছে মেটা। ফলে সময়ের সঙ্গে সঙ্গে বেশ উন্নত হয়েছে এই প্ল্যাটফর্ম।
advertisement
3/7
সম্প্রতি সর্বশেষ আপডেটে স্প্যাম প্রোটেকশনের চেষ্টা আরও দ্বিগুণ করেছে WhatsApp। যার জেরে ব্যবহারকারীরা লক স্ক্রিন থেকেই সরাসরি ব্যবহারকারীদের ব্লক করে দিতে পারবেন। নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি মেসেজ পাঠিয়ে এই ঘোষণা করেছে মেটা-অধিকৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp।
advertisement
4/7
এই নতুন ফিচারের কারণে মূল্যবান সময় বেঁচে যাবে ব্যবহারকারীদের। আসলে আগে ব্লক করতে গেলে অনেক কাঠখড় পোহাতে হত। চ্যাট খুলে তবেই ব্লক করার বিকল্প পাওয়া যেত। কিন্তু এবার আর এত কাঠখড় পোহাতে হবে না ব্যবহারকারীদের।
advertisement
5/7
আবার যাঁদের একের পর এক মেসেজ আসতেই পারে, তাঁদের জন্যও এটা সুবিধাজনক। কারণ ধরা যাক, প্রচুর মেসেজ এসেছে। ফলে তার উত্তর দিতে দিতে স্প্যাম ব্লক করতে গেলে চ্যাট ছেড়ে বেরোতে হবে। কিন্তু এই নতুন ফিচারের ফলে সেটা আর করতে হবে না।
advertisement
6/7
আর এই সুবিধা এনেবল করার জন্য ব্যবহারকারীদের নিজেদের WhatsApp আপডেট করতে হবে। লেটেস্ট ভার্সন ইনস্টল করতে হবে। পপ-আপের জন্য নোটিফিকেশনের অনুমতি দিতে হবে। এতে স্প্যাম প্রোটেকশন তো হবেই! সেই সঙ্গে ব্যবহারকারীদের মূল্যবান সময় বাঁচবে। ফলে সুবিধাও হবে।
advertisement
7/7
লক স্ক্রিন থেকে কাউকে ব্লক করতে গেলে কী কী করণীয়? এর জন্য WhatsApp-এর লেটেস্ট ভার্সন আপডেট করে রাখতে হবে। এরপর অল নোটিফিকেশনস অ্যালাও করতে হবে। যখন একটি WhatsApp মেসেজ পপ-আপ হবে, তখন রিপ্লাই বাটনের পরেই থাকা ব্লক অপশনে ট্যাপ করতে পারেন WhatsApp ব্যবহারকারী।