TRENDING:

Tips for Ironing: নিজেই ইস্ত্রি করেন? লন্ড্রির মতো পরিপাটি জামাকাপড় পেতে মাথায় রাখুন পাঁচটি বিষয়

Last Updated:
Tips for Ironing: একেবারে লন্ড্রির মতো পরিপাটি জামা কাপড় পাওয়া যেতে পারে নিমেষে। দেখে নেওয়া যাক কিছু জরুরি বিষয়
advertisement
1/7
নিজেই জামাকাপড় ইস্ত্রি করেন? পোশাক ভাল রাখতে মাথায় রাখুন পাঁচটি বিষয়
নিয়মিত অফিসে যাওয়াই হোক বা বিয়ে বাড়ি কিম্বা বন্ধুদের সঙ্গে কোনও পার্টিতে—পোশাক বড় বালাই। ধোপদুরস্ত পোশাক না পরলে সমাজে টিঁকে থাকা দায়। তাছাড়া, ভাল করে ইস্ত্রি করা পোশাক আত্মবিশ্বাসও বাড়ায় অনেকখানি। লকডাউনের পরে, অনেক পরিবারই নিজেরা কাপড় ইস্ত্রি করার অভ্যাস গড়ে তুলেছে।
advertisement
2/7
আজকাল নানা সংস্থার উন্নত মানের স্টিম আয়রন-ও বেশ জনপ্রিয়। কুঁচকানো শার্টগুলিও খুব সহজেই ইস্ত্রি করে ফেলা যায় এর সাহায্যে। তবে, সকলেই জানেন না ঠিক কী ভাবে এটি ব্যবহার করতে হয়। কিছু কথা মাথায় রাখলে একেবারে লন্ড্রির মতো পরিপাটি জামা কাপড় পাওয়া যেতে পারে নিমেষে। দেখে নেওয়া যাক কিছু জরুরি বিষয়—
advertisement
3/7
১. প্রথমেই দেখে নিতে হবে, যে কাপড়টি ইস্ত্রি করতে যাচ্ছেন তার মান কেমন। অর্থাৎ সেটি সুতি না লিনেন, সিল্ক না সিন্থেটিক নাকি উল। কাপড়ের ধরন অনুযায়ী আয়রন প্রেসের তাপমাত্রা সেট করতে হবে। এর পরে, প্লেট গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সাধারণত এধরনের ইস্ত্রিতে ইন্ডিকেটর থাকা। পরিমাণ মতো গরম হয়ে গেলেই ইন্ডিকেটর বন্ধ হয়ে যাবে।
advertisement
4/7
২. এবার একটি শক্ত জায়গায় জামা বা কাপড়টি বিছিয়ে দিতে হবে। তার উপর পেতে নিতে হবে একটি সুতির কাপড়। কভার ছাড়া ইস্ত্রি করলে টেবিল বা বোর্ডের ক্ষতি হতে পারে। এমনকী যে কাপড়টি ইস্ত্রি করা হচ্ছে তারও ক্ষতি হতে পারে।
advertisement
5/7
৩. খুব বেশি কুঁচকানো কাপড় বা মোটা কাপড় ইস্ত্রি করার সময় স্টিম অপশন বেছে নেওয়াই ভাল। কোনও কোনও ইস্ত্রিতে নিজে থেকেই মাঝে মধ্যে বাষ্প বেরিয়ে কাপড়ে ছড়িয়ে পড়ে। আবার কোনও কোনও ক্ষেত্রে ম্যানুয়ালি বোতাম টিপে বাষ্প ছড়িয়ে নিতে হয়।
advertisement
6/7
৪. ইস্ত্রি করার জন্য সব সময় বিশুদ্ধ জল ব্যবহার করাই ভাল। অধিক আয়রন বা অন্য খনিজ যুক্ত জলের দাগ কাপড়ের গায়েও বসে যেতে পারে। তা ছাড়া এই জল ইস্ত্রিটিরও ক্ষতি করতে পারে। এমনকী বাষ্প বেরোনর ছিদ্রও বন্ধ করে দিতে পারে।
advertisement
7/7
৫. মনে রাখতে হবে, স্টিম আয়রনের ক্ষেত্রে জলের ট্যাঙ্কের মুখ যেন ভাল ভাবে বন্ধ করা যায়। না হলে অতিরিক্ত জল পড়ে কাপড় ভিজে যেতে পারে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Tips for Ironing: নিজেই ইস্ত্রি করেন? লন্ড্রির মতো পরিপাটি জামাকাপড় পেতে মাথায় রাখুন পাঁচটি বিষয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল