TRENDING:

AC Bill: এই 'Mode'-এ 'AC' চালালে সর্বাধিক সাশ্রয়! প্রতি মাসে বাঁচবে হাজার হাজার টাকা, বিদ্যুৎ বিল কমবে হু হু করে

Last Updated:
Tricks to Reduce AC Bill: আপনি এসি চালানোর সময় কিছু কৌশল অবলম্বন করলে সহজেই বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন। তাতেই সংসারে বাঁচতে পারে হাজার হাজার টাকা।
advertisement
1/12
এসি এই 'Mode'-এ চালালে সর্বাধিক সাশ্রয়! বাঁচবে হাজার হাজার টাকা, বিদ্যুৎবিল কমবে হু হু করে
*গরমের দাবদাহ শুরু হয়ে গিয়েছে। সিলিং ফ্যান ঘুরলেও সেই হাওয়া যেন গায়েই লাগছে না। ফলে এসি-কুলার চালানো অনেক বাড়িতেই শুরু হয়ে গিয়েছে দুপুরের দিকে। কারও কারও আবার দিনভর এসি চলছে। মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়ছে বিদ্যুতের বিল নিয়ে। সংগৃহীত ছবি।
advertisement
2/12
*এয়ার কন্ডিশনিং মেশিন একদিকে যেমন ঘর ঠান্ডা করে স্বস্তি দেয় তীব্র গরমে, তেমনই তার জেরে ব্যাপক হারে বাড়ে বিদ্যুতের বিল। অনেক সময় এসি বন্ধ করে, ফ্যান চালিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের চেষ্টা করেন অনেকেই, কিন্তু গরম তীব্র হলে এই ব্যবস্থা খুব একটা কাজে আসে না। সংগৃহীত ছবি।
advertisement
3/12
*তবে সমাধান আছে। আপনি এসি চালানোর সময় কিছু কৌশল অবলম্বন করলে সহজেই বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন। তাতেই সংসারে বাঁচতে পারে হাজার হাজার টাকা। সংগৃহীত ছবি।
advertisement
4/12
*এসিতে অনেক মোড থাকে। বেশিরভাগ মানুষ এসি ব্যবহার করেন কিন্তু মোড সম্পর্কে ওয়াকিবহাল নন, যার কারণে বিদ্যুৎ বিল বাড়তে থাকে। আপনি যদি বাড়িতেও এসি ব্যবহার করেন, তবে আপনার অবশ্যই জানা উচিত কোন বিশেষ 'মোড'-এ এসি চালালে সাশ্রয় সর্বাধিক। সংগৃহীত ছবি।
advertisement
5/12
*জেনে রাখা ভাল, এয়ার কন্ডিশনারে অনেকগুলি মোড দেওয়া থাকে। প্রায় সব ধরণের এসি-তে আপনি ড্রাই মোড, হিট মোড, স্লিপ মোড, কুল মোড এবং অটো মোড পাবেন। এই সব মোড বিভিন্ন অবস্থা এবং আবহাওয়ার তারতম্য অনুযায়ী সেট করা হয়। এই মোডগুলি যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে এসির আয়ু বাড়ানোর পাশাপাশি বিদ্যুতের বিল বৃদ্ধি আটকানো সম্ভব। সংগৃহীত ছবি।
advertisement
6/12
*আপনিও যদি এসি বিল নিয়ে ভাবেন, তাহলে আজ থেকেই আপনার এসি 'অটো মোডে' রাখা শুরু করুন। এই মোডটি বিদ্যুৎ বিল কমিয়ে দেবে সহজেই। এয়ার কন্ডিশনার 'অটো মোডে' সেট করলে এসির ড্রাই মোড, কুল মোড এবং হিট মোডও চালু হয়ে যায়। এসির অটো মোড তাপমাত্রা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এসির শীতলতা নিয়ন্ত্রণ করে। সংগৃহীত ছবি।
advertisement
7/12
*এসির অটো মোড নির্ধারণ করে কখন এসির ফ্যান চলবে, কখন কম্প্রেসার চালু হবে এবং কখন বন্ধ থাকবে তা নির্ধারণ হয়। এই মোড ক্রমাগত ঘরের তাপমাত্রা অনুযায়ী এসির কার্যকারিতা বজায় রাখে। যখন ঘরের তাপমাত্রা বেশি থাকে, তখন এসি অটো মোড কম্প্রেসার চালু করে এবং রুম ঠান্ডা হলে কম্প্রেসার বন্ধ করে দেয়। ঘরের বাতাসে আর্দ্রতা থাকলে ডিহিউমিডিফিকেশন মোড সক্রিয় করে। সংগৃহীত ছবি।
advertisement
8/12
*এসির অটো মোড এসি একটানা চালু রাখে না, যা বিদ্যুৎ বিল বাঁচাতে অনেক সাহায্য করে। এই মোডটি স্প্লিট এবং উইন্ডো এসি উভয় ক্ষেত্রেই পাওয়া যায়। সংগৃহীত ছবি।
advertisement
9/12
*এসির তাপমাত্রাঃ অনেক সময় মানুষ মনে করে এসির তাপমাত্রা কম রাখলে বিদ্যুৎ সাশ্রয় হয়। কিন্তু তা সত্য নয়। ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সির (বিইই) তথ্য অনুযায়ী, এসি ২৪ ডিগ্রি সেলসিয়াসে রাখলে বিদ্যুতের খরচ কমে যায়। এই তাপমাত্রা মানুষের জন্যও আরামদায়ক। রিপোর্ট অনুযায়ী, এসি-তে প্রতি ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেলে (২৪ থেকে ২৩ ডিগ্রি) বিদ্যুতের বিল ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সংগৃহীত ছবি।
advertisement
10/12
*টাইমার এবং স্লিপ মোডঃ সারারাত এসি চালানোর পরিবর্তে টাইমার ও স্লিপ মোড ব্যবহার করুন। এতে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং বিদ্যুতের ব্যবহারও কমে যায়। এর মাধ্যমে আপনি বিদ্যুৎ বিল কমাতে পারবেন। সংগৃহীত ছবি।
advertisement
11/12
*নিয়মিত সার্ভিসিং করানঃ নোংরা ফিল্টার এবং ভেন্টের জন্য এসি ঘর ঠান্ডা করতে অসুবিধার মধ্যে পড়ে। এতে বিদ্যুতের ব্যবহার বাড়ে। বিদ্যুতের ব্যবহার কমাতে আপনার এসি নিয়মিত সার্ভিসিং এবং পরিষ্কার করিয়ে ফেলুন। সংগৃহীত ছবি।
advertisement
12/12
*ইনভার্টার টেকনলজিঃ সাধারণত দুই ধরনের এসি হয়, ইনভার্টার এসি এবং নন-ইনভার্টার এসি। ইনভার্টার এসি ঘরের তাপমাত্রা অনুযায়ী কম্প্রেসারের গতি সমন্বয় করে। এতে বিদ্যুতের ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে। এতে বিদ্যুৎ বিল কমবে। অন্যদিকে নন-ইনভার্টার এসি ঘন ঘন অন-অফ হয়, ফলে বিদ্যুৎ খরচ ও বিল বেশি হয়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
AC Bill: এই 'Mode'-এ 'AC' চালালে সর্বাধিক সাশ্রয়! প্রতি মাসে বাঁচবে হাজার হাজার টাকা, বিদ্যুৎ বিল কমবে হু হু করে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল