TRENDING:

প্রবল গরমে কাজ করছে না কুলার? চিন্তা নেই, বরং জলের মধ্যে বরফের সঙ্গে মিশিয়ে নিন রান্নাঘরে রাখা এই উপকরণ; হু-হু করে বেরোবে AC-র মতো ঠান্ডা হাওয়া

Last Updated:
Summer Cooling Tips : এসি কেনার সামর্থ্য না থাকলেও পরোয়া নেই। কারণ ঘরে যদি কুলার থাকে, তাহলে সেখান থেকেও প্রবল তাপপ্রবাহের মধ্যে এসি-র মতো ঠান্ডা হাওয়া পাওয়া যেতে পারে। তবে এর জন্য রয়েছে একটি কৌশল।
advertisement
1/5
প্রবল গরমে কাজ করছে না কুলার? চিন্তা নেই, বরং জলের মধ্যে বরফের সঙ্গে মিশিয়ে নিন এটি
Report: Dheer Sen Rajput: ইতিমধ্যেই তাপমাত্রার পারদ হু-হু করে চড়তে শুরু করে দিয়েছে। এদিকে উত্তর ভারতে জুড়ে এপ্রিল মাসেই তীব্র তাপদাহ ছড়িয়ে পড়েছে। যার জেরে সেখানকার বাসিন্দাদের প্রাণ ওষ্ঠাগত। আর মে-জুন মাসে যে তাপপ্রবাহ আরও বাড়বে, সেটা নিয়েই আপাতত উদ্বেগে ভুগছেন তাঁরা। আর প্রবল তাপপ্রবাহের সঙ্গে আর্দ্রতা দোসর হলে তো কথাই নেই! তখন যেন পাখা কিংবা কুলারের বাতাসও যেন গায়ে লাগবে না! তবে সেক্ষেত্রে তীব্র গরম থেকে স্বস্তি দিতে পারে একমাত্র এসি-র ঠান্ডা হাওয়াই। কিন্তু এসি কেনার সামর্থ্য অনেকেরই থাকে না। তাহলে তখন উপায়?
advertisement
2/5
এসি কেনার সামর্থ্য না থাকলেও পরোয়া নেই। কারণ ঘরে যদি কুলার থাকে, তাহলে সেখান থেকেও প্রবল তাপপ্রবাহের মধ্যে এসি-র মতো ঠান্ডা হাওয়া পাওয়া যেতে পারে। তবে এর জন্য রয়েছে একটি কৌশল। আসলে কুলারে তো জল এমনিতেই দিতে হয়। কিন্তু জলের সঙ্গে একটা জিনিস মেশালেই হবে কামাল! এক্কেবারে এসি-র মতো হাওয়া পাওয়া যাবে। কিন্তু কী সেই জিনিস? সেটাই আজকের প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক।
advertisement
3/5
আসলে প্রবল গরম পড়লে ঘরের বাতাস ঠান্ডা করতে পারে না কুলারও। কিন্তু এসি-র মতো ঠান্ডা বাতাস পেতে চাইলে কুলারের মধ্যে জলের সঙ্গে ঠান্ডা ঠান্ডা বরফ যোগ করা যেতে পারে। এতে এসি-র মতো ঠান্ডা হাওয়া তো মিলবেই, আর এর খরচও বেশ নগণ্য।
advertisement
4/5
কিন্তু বরফ যোগ করার পরেও একটা সমস্যা থাকে। কারণ কুলারের জলের মধ্যে বরফ যোগ করলে তা দ্রুত গলে যাবে। তাহলে তখন কী করণীয়? এর জন্য লবণ যোগ করা যেতে পারে। আসলে লবণ যোগ করার ফলে বরফ দ্রুত গলতে পারে না। আর দীর্ঘ সময় ধরে কুলার থেকে ঠান্ডা বাতাস চলাচল করতে পারে ঘরে।
advertisement
5/5
ফলে বোঝাই যাচ্ছে যে, কুলার থেকে এসি-র মতো ঠান্ডা হাওয়া পাওয়ার জন্য বিশেষ কাঠখড়ও পোড়াতে হয় না। আর খরচও হবে নামমাত্র। কারণ ফ্রিজে বরফ জমিয়েই এই কৌশল অবলম্বন করা যেতে পারে। তবে বাড়িতে ফ্রিজ না থাকলেও সমস্যা নেই! বরং বাইরে থেকে মাত্র ১০ টাকা দিয়ে প্রয়োজন মতো বরফ কিনে আনতে হবে। আর লবণ তো প্রত্যেকটা ঘরেই থাকে। ফলে এভাবে স্বল্প খরচেই ঘরে রাখা কুলার থেকে এসি-র মতো ঠান্ডা হাওয়া পাওয়া সম্ভব।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
প্রবল গরমে কাজ করছে না কুলার? চিন্তা নেই, বরং জলের মধ্যে বরফের সঙ্গে মিশিয়ে নিন রান্নাঘরে রাখা এই উপকরণ; হু-হু করে বেরোবে AC-র মতো ঠান্ডা হাওয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল