TRENDING:

Tips and Tricks: বর্ষায় গাড়ির দুর্গন্ধে নাজেহাল, পারফিউমও কাজে দিচ্ছে না? ঘরোয়া টোটকায় মিলবে সমাধান

Last Updated:
Car Odor Removal Tips: ঘরের মধ্যে স্যাঁতসেঁতে অবস্থা এবং দুর্গন্ধ তো রয়েছেই। সেই সঙ্গে রান্নাঘরের ক্যাবিনেটের উপর রাখা জিনিসপত্রের উপরেও দেখা যাচ্ছে আর্দ্রতার প্রভাব। 
advertisement
1/8
বর্ষায় গাড়ির দুর্গন্ধে নাজেহাল, পারফিউমও কাজে দিচ্ছে না? ঘরোয়া টোটকায় মিলবে সমাধান
বর্ষার মরশুম এসে যাওয়ার সঙ্গে সঙ্গে পাহাড় থেকে সমতল - সব জায়গায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। এর ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যা স্বাভাবিক জনজীবনের উপরেও ব্যাপক প্রভাব ফেলছে। ঘরের মধ্যে স্যাঁতসেঁতে অবস্থা এবং দুর্গন্ধ তো রয়েছেই। সেই সঙ্গে রান্নাঘরের ক্যাবিনেটের উপর রাখা জিনিসপত্রের উপরেও দেখা যাচ্ছে আর্দ্রতার প্রভাব।
advertisement
2/8
শুধু তা-ই নয়, বাড়ির উঠোনে বা গ্যারাজে পার্ক করে রাখা গাড়ি থেকেও দুর্গন্ধ বার হতে শুরু করে এই সময়ে। বৃষ্টি-বাদলার দিনে যদি গাড়ি দীর্ঘক্ষণ বন্ধ অবস্থায় পড়ে থাকে, তাহলে গাড়ির ভিতরে এক অদ্ভুত দুর্গন্ধ ছড়িয়ে পড়তে থাকে।
advertisement
3/8
যদিও আজকাল বাজারে অনেক দামি এয়ার ফ্রেশনার পাওয়া যায়। কিন্তু অনেকেই সেগুলি ব্যবহার করতে চান না। বরং ঘরোয়া টোটকার উপরেই ভরসা করেন। আর কিছু ঘরোয়া টোটকার কথাই ভাগ করে নিলেন অক্ষয় জৈন। সেগুলি সম্পর্কেই জেনে নেওয়া যাক।
advertisement
4/8
শুকনো নিম পাতা: একটি কাপড়ের ব্যাগে শুকনো নিম পাতা ভরে গাড়িতে রাখতে হবে। এর বিশেষ বিষয় হল, নিম পাতা আর্দ্রতা শোষণ করে এবং ব্যাকটেরিয়ার বাড়-বৃদ্ধিতেও বাধা দেয়। যা দুর্গন্ধ সম্পূর্ণ রূপে দূর করে। তবে প্রতি ৭-১০ দিন অন্তর ওই শুকনো নিম পাতা পরিবর্তন করতে হবে।
advertisement
5/8
কাঠের ছাই বা উড অ্যাশ: এক্ষেত্রে উড অ্যাশ বা কাঠের ছাই খুবই কার্যকর। একটি সুতির কাপড়ে বেঁধে উড অ্যাশ গাড়ির মধ্যে রেখে দিতে হবে। এটি স্যাঁতসেঁতে ভাবের কারণে তৈরি হওয়া দুর্গন্ধ শোষণ করে এবং সিটের দুর্গন্ধও দূর করে। সাধারণত পাহাড়ি এলাকায় প্রচলিত এই টোটকাটি।
advertisement
6/8
সারা রাত গাড়িতে কাটা পেঁয়াজ: পেঁয়াজ কুচিয়ে একটি প্লেটে রাখতে হবে এবং সেই প্লেটটিকে গাড়ির ভিতরে এক রাত রেখে দিতে হবে। পরের দিন সকালে সেই প্লেটটি বের করে নিতে হবে। আসলে পেঁয়াজের তীব্র ঝাঁঝালো গন্ধ গাড়ির ভিতরের দুর্গন্ধ দূর করে। এরপর গাড়ির জানালা খুলে বাতাস চলাচল করতে দিতে হবে। এতে পেঁয়াজের গন্ধের সঙ্গে সঙ্গে গাড়ির দুর্গন্ধও দূর হবে।
advertisement
7/8
তেজপাতা এবং লবঙ্গ: ন্যাচারাল কার এয়ার ফ্রেশনার ঘরের সহজলভ্য জিনিস দিয়েই বানিয়ে নেওয়া যেতে পারে। একটি কাপড়ের ব্যাগে কিছু তেজপাতা এবং ৪-৫টি লবঙ্গ রেখে রিয়ার মিররে কাছে ঝুলিয়ে দিতে হবে। এই টোটকা ব্যবহারের ফলে হালকা অথচ প্রাকৃতিক সুবাস গাড়ির ভিতরে ছড়িয়ে পড়বে এবং দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যাবে।
advertisement
8/8
লেবু এবং লবণের মিশ্রণ: স্যাঁতস্যাঁতে ভাবের কারণে গাড়িতে এক অদ্ভুত দুর্গন্ধ হয়। তার জন্য অর্ধেক লেবু কেটে তাতে কিছু লবণ মিশিয়ে গাড়িতে রাখতে হবে। লেবুর টক স্বাদ এবং লবণের আর্দ্রতা শোষণের ক্ষমতা একসঙ্গে দুর্গন্ধ হ্রাস করে। প্রতি ২-৩ দিন অন্তর লেবুটি পরিবর্তন করতে হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Tips and Tricks: বর্ষায় গাড়ির দুর্গন্ধে নাজেহাল, পারফিউমও কাজে দিচ্ছে না? ঘরোয়া টোটকায় মিলবে সমাধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল