TRENDING:

ইলেকট্রিসিটি বিল দেখে মাথায় হাত ? মেনে চলুন এই ক'টা টিপস, বিল কমবে হুড়মুড়িয়ে

Last Updated:
advertisement
1/10
ইলেকট্রিসিটি বিল দেখে মাথায় হাত ? মেনে চলুন এই ক'টা টিপস, বিল কমবে হুড়মুড়িয়ে
প্রতি মাসেই বিদ্যুতের বিল দেখে মাথায় হাত! টাকার অঙ্কে চোখ ছানাবড়া! কিন্তু কয়েকটা সহজ নিয়ম মেনে চললেই বিদ্যুতের বিল অনেকটা কমাতে পারবেন ! যেমন-- Photo Source: Collected
advertisement
2/10
বাড়িতে আলোর ব্যবস্থা বদলে ফেলুন। যে-ঘরে একটা টিউবে চলে যায়, সেই ঘরে একটা ১৮ পাওয়ারের সিএফএল লাগিয়ে নিন। যে জায়গায় পর্যাপ্ত আলোর প্রয়োজন নেই, সেখানে ৮ থেকে ৯ ভোল্টের আলো লাগান। এলইডি বালব-ও ব্যবহার করতে পারেন। ১.৫ থেকে ৭ ভোল্টের বালব পাওয়া যায় বাজারে। দাম একটু বেশি, কিন্তু লাগালে সিএফএল-এর থেকেও কম কারেন্ট পোড়ে। Photo Source: Collected
advertisement
3/10
ফ্রিজের নীচে বা পিছনে থাকা কন্ডেনসার কয়েলটি ভ্যাকিউম ক্লিন করুন। ময়লা জমে থাকলে, ইলেকট্রিক বিল প্রায় ২৫ শতাংশ বেড়ে যায়। Photo Source: Collected
advertisement
4/10
টিভি, কম্পিউটার কখনওই স্ট্যান্ড বাই মোড-এ রাখবেন না। চলাকালীন যত না কারেন্ট পোড়ে, এই অবস্থায় রাখলে তার থেকে ৯০ শতাংশ বেশি বিদ্যুৎ খরচ হয়। Photo Source: Collected
advertisement
5/10
টিভি সবসময় মেন সুইচ থেকে অফ করুন। রিমোট থেকে নয়। Photo Source: Collected
advertisement
6/10
এসি'র তাপমাত্রা ২৪ থেকে ২৬-এর মধ্যে রাখুন। বাড়ির বাইরে যাওয়ার অন্তত আধঘণ্টা আগে এসি বন্ধ করুন। Photo Source: Collected
advertisement
7/10
বাড়ির এমন জায়গায় ফ্রিজ রাখুন, যেখানে ঠিকভাবে হাওয়া চলাচল করে। ফ্রিজের গায়ে যেন রোদ না পড়ে, কারেন্ট বেশি পুড়বে। ফ্রিজের দরজা বাড়ে বাড়ে খুলবেন না। এতে কারেন্ট অনেক বেশি পোড়ে। Photo Source: Collected
advertisement
8/10
মারকারি ভেপার ল্যাম্পের বদলে সোডিয়াম ভেপার ল্যাম্প ব্যবহার করুন। Photo Source: Collected
advertisement
9/10
যদিও আজকালকালকার মডার্ন ফ্ল্যাটে কনসোল ওয়্যারিং, বদলাতে হলে অনেক ঝঞ্জাট! দেওয়াল চটিয়ে ওয়্যারিং পালটাতে হয়! কিন্তু তাও, ১০ বছর বাদে বাদে নতুন ওয়্যারিং করা দরকার। Photo Source: Collected
advertisement
10/10
লোডশেডিংয়ের সময় সমস্ত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স প্লাগ থেকে খুলে রাখুন। না হলে কারেন্ট এলে এক ঝটকায় বিল চড়চড় করে বাড়বে। Photo Source: Collected
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ইলেকট্রিসিটি বিল দেখে মাথায় হাত ? মেনে চলুন এই ক'টা টিপস, বিল কমবে হুড়মুড়িয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল