TRENDING:

নিষেধাজ্ঞা উঠে গেলেও ডাউনলোড করা যাচ্ছে না TikTok

Last Updated:
advertisement
1/4
নিষেধাজ্ঞা উঠে গেলেও ডাউনলোড করা যাচ্ছে না TikTok
বিতর্কিত ভিডিয়ো অ্যাপ TikTok-এর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরেও এখনও Google Play ষ্টোর আর Apple's App ষ্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে না TikTok।
advertisement
2/4
পর্নোগ্রাফিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে TikTok-এর ওপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করে মাদ্রাজ হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে শীর্ষে আদালতের দ্বারস্থ হয় TikTok-এর মালিক সংস্থা Bytedance।
advertisement
3/4
Bytedance অভিযোগ করে, এই ভিডিও অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারির আগে তাদের কোনও কথাই শোনা হয়নি। এমনকি ব্যবসায় বিশাল ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে এই সংস্থা। এরই প্রেক্ষিতে শীর্ষ আদালত জানায়, ২৪ এপ্রিলের মধ্যে মাদ্রাজ হাইকোর্ট যদি সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে অন্তর্বতী ব্যান বাতিল হয়ে যাবে।
advertisement
4/4
তবে শেষমেষ টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল মাদ্রাজ হাইকোর্ট। বুধবার হাইকোর্টের মাদুরাই বেঞ্চ এই নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
নিষেধাজ্ঞা উঠে গেলেও ডাউনলোড করা যাচ্ছে না TikTok
Open in App
হোম
খবর
ফটো
লোকাল