বলুন তো, ভারতের YouTube 'রাজধানী' বলা হয় কোন জায়গাকে? খুব বিখ্যাত নাম
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Youtube Capital of India- ছত্তিশগঢ়ের এই জায়গা কিন্তু এখন ভারতের ইউটিউব রাজধানী বলে বিখ্যাত। এই তকমা প্রাপ্তির পিছনে রয়েছে গ্রামবাসীদের রোজগারের অভিনব ভাবনা। এখন এই গ্রামকে সবাই চেনে।
advertisement
1/6

এমন এক জায়গা, যাকে বলা হয় ভারতের ইউটিউব রাজধানী। এমন এক জায়গা যেখানে ৪০০০ মানুষের মধ্যে ১০০০ জন ইউটিউবে ভিডিও ক্রিয়েটর। এখন এটাই তাঁদের পেশা, নেশা।
advertisement
2/6
২০১৮ সালের আগে এই গ্রামটি ছিল আর পাঁচটা গ্রামের মতোই। চাষাবাস, নিশ্চিন্ত জীবন, একঘেয়ে দৈনন্দিন যাপনে কেটে যাচ্ছিল দিন। কিন্তু ২০১৮ সালে এই গ্রামের মানুষ ইউটিউব সম্পর্কে জানতে পারেন। তার পর বদলে যায় তাঁদের জীবন।
advertisement
3/6
সেই গ্রামের বাসিন্দারা জানতে পারেন, ইউটিউভ শুধুমাত্র ভিডিও দেখার প্ল্যাটফর্ম নয়। ইউটিউবে ভিডিও আপলোড করে অর্থ উপার্জন করতে পারেন যে কেউ। আর সেটা জানতে পারার পরই তাঁদের জীবন বদলে যায়।
advertisement
4/6
ছত্তিশগঢ়ের এই জায়গা কিন্তু এখন ভারতের ইউটিউব রাজধানী বলে বিখ্যাত। এই তকমা প্রাপ্তির পিছনে রয়েছে গ্রামবাসীদের রোজগারের অভিনব ভাবনা। এখন এই গ্রামকে সবাই চেনে।
advertisement
5/6
ছত্তিশগঢ়ের তুলসী গ্রাম এখন ইউটিউবের ক্যাপিটাল। এই গ্রামের ঘরে ঘরে এখন ইউটিউবার। এখন সেখানে অনেকে চাষবাস বাদ দিয়ে ইউটিউব করতে শুরু করেছেন।
advertisement
6/6
শুধু ভারতে নয়, বিদেশও লোকজন এই গ্রাম সম্পর্কে জানতে পেরেছেন। এই গ্রামের বহু মানুষের জীবনযাপন বদলে গিয়েছে ইউটিউবের দৌলতে। নিজেরাই ডেইলি ব্লগ করে তাঁরা প্রচুর অর্থ উপার্জন করছেন এখন।