ভবিষ্যতের ফ্যান এটাই! ইলেকট্রিক বিল কমবে, বাজার দখল করছে এই সিলিং ফ্যান
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
BLDC Fan- সাধারণ সিলিং ফ্য়ানের থেকে এই ফ্যানে ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হতে পারে। এমনকী এই ফ্যান চললে আওয়াজ হওয়ারও কোনও ব্যাপার নেই।
advertisement
1/8

একেবার নিঃশব্দে চলে এই ফ্যান। একেবারে আওয়াজ হয় না। আবার ইলেকট্রিক বিল সাশ্রয়েও এই ফ্যানের জুড়ি নেই। তা হলে ভবিষ্যতে বাজারে কি শুধু এই ফ্য়ান-এরই দেখা মিলবে!
advertisement
2/8
২০২৪ সালের গ্রীষ্মকাল অনেকেরই বহু বছর মনে থাকবে। প্রবল দাবদাহে জীবন ওষ্ঠাগত হয়েছিল সকলের। তার মধ্যে এসি-র বিল দিতে গিয়ে নাজেহাল অবস্থা।
advertisement
3/8
তবে এবার বাজারে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে BLDC ফ্যানের। বিএলডিসি ফ্যান এবং সাধারণ ফ্যানের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। যেগুলি জেনে রাখা দরকার।
advertisement
4/8
BLDC হল এক ধরণের বিশেষ মোটর। এই বিশেষ ফ্যান চলে ডিসি কারেন্টে। বিএলডিসি ফ্যানের ভিতরে একটি ইলেকট্রনিক সার্কিট আছে থাকে। সেটি এসি কারেন্টকে ডিসি-তে রূপান্তরিত করে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকদের অনেক দিকে লাভ হয়।
advertisement
5/8
সাধারণ সিলিং ফ্য়ানের থেকে এই ফ্যানে ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হতে পারে। এমনকী এই ফ্যান চললে আওয়াজ হওয়ারও কোনও ব্যাপার নেই।
advertisement
6/8
সাধারণ সিলিং ফ্যানে ৭০ থেকে ৯০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ হতে পারে। সেখানে বিএলডিসি ফ্যানে বিদ্যুথ খরচ হতে পারে ২৫ থেকে ৪০ ওয়াট।
advertisement
7/8
ওয়াইফাই, অ্যালেক্সা, গুগল ভয়েস সাপোর্ট- এমন অত্যাধুনিক প্রযুক্তির সাপোর্ট পাবেন এই ফ্যানে। রিমোট কন্ট্রোল, স্পিড রেগুলেশন, স্মার্ট কানেক্টিভিটি আপনার কাজ কমিয়ে দেবে অনেকটাই।
advertisement
8/8
আপাতত এই ফ্যানের দাম বাজারে সাধারণ ফ্য়ানের থেকে অনেকটাই বেশি। তবে ভবিষ্যতে এই ফ্যান বাজার দখল করবে বলে মনে করা হচ্ছে।