Broadband: এক মাসের জন্য বিনামূল্যে হাই-স্পিড ইন্টারনেট, চার মাসের জন্য ১২ OTT অ্যাপ অ্যাক্সেস, দেখে নিন কে দিচ্ছে এমন সুযোগ
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
এই ব্রডব্যান্ড ইউজারদের জন্য সুপার ডিল অফার চালু করেছে, যেখানে ৩ মাসের প্ল্যানে মিলবে অতিরিক্ত ১ মাস ফ্রি ইন্টারনেট ও ফ্রি OTT অ্যাক্সেস।
advertisement
1/7

খুব বেশি দিন চালু হয়েছে এমন কোনও কথা বলা যাবে না। শুরুটা হয়েছিল ২০১৫ সালে। তবে ভারতে ব্রডব্যান্ড প্ল্যান চালু হওয়াও তো খুব বেশি দিনের ঘটনা নয়। ভারতে প্রথম বাণিজ্যিক ব্রডব্যান্ড প্ল্যান চালু করেছিল রাষ্ট্র-পরিচালিত সংস্থা বিদেশ সঞ্চার নিম লিমিটেড, সঠিক ভাবে বললে ১৯৯৫ সালের ১৫ অগাস্ট তারিখে তা চালু হয়। সেই সময়ে ইন্টারনেট পরিষেবা ছিল সীমিত এবং একটি নির্দিষ্ট সময়ের জন্যই কেবল তা পাওয়া যেত। সে দিক থেকে দেখলে এক্সাইটেল ব্রডব্যান্ড একটানা পরিষেবা দিতে সফল হয়েছে এ কথা মানতেই হবে।
advertisement
2/7
ইন্টারনেট পরিষেবা প্রদানকারী এক্সাইটেল এবার তার ব্রডব্যান্ড ইউজারদের জন্য একটি দুর্দান্ত অফার চালু করেছে, যা তাঁদের এক মাসের বিনামূল্যে ইন্টারনেট ডেটা দেবে। এই অফারটি কোম্পানির সুপার ডিল স্কিমের অংশ, যা সীমিত সময়ের জন্য উপলব্ধ। এই অফারটি ইউজারদের তাঁদের নিয়মিত ৩ মাসের প্ল্যানে অতিরিক্ত এক মাসের মেয়াদ প্রদান করবে, যা তাঁদের সব মিলিয়ে চার মাসের ইন্টারনেট অ্যাক্সেস দেবে।
advertisement
3/7
এক্সাইটেলের এই সুপার ডিল অফারটি ৩ মাসের ত্রৈমাসিক প্ল্যানের জন্য প্রযোজ্য। এই প্ল্যানে ২০০Mbps পর্যন্ত উচ্চ-গতির ইন্টারনেট পরিষেবা অফার করা হয়। এই প্ল্যানের খরচ প্রতি মাসে মাত্র ৫৩০ টাকা (GST সহ)।
advertisement
4/7
এই প্ল্যানের মাধ্যমে ইউজাররা ১২টি OTT অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেস পাবে, যার মধ্যে রয়েছে Distro TV, Fancode, Hungama Play, Shemaroo এবং Shorts TV। এর অর্থ হল তাঁরা ইন্টারনেট অ্যাক্সেসের সঙ্গে বিনোদনের একটি সম্পূর্ণ প্যাকেজও পাবে।
advertisement
5/7
অন্যান্য এক্সাইটেল ব্রডব্যান্ড প্ল্যান:এক্সাইটেল তার গ্রাহকদের জন্য নানা রকম স্পিডের বেশ কয়েকটি আকর্ষণীয় প্ল্যানও অফার করে -- ১০০ এমবিপিএস প্ল্যান: প্রতি মাসে ৬৬৭ টাকা (৩ মাসের প্যাক সহ)- ৩০০ এমবিপিএস প্ল্যান: প্রতি মাসে ৪৯৯ টাকা (১২ মাসের প্যাক সহ)- একই গতির ৩ মাসের প্যাক প্রতি মাসে ৮১৬ টাকায় (জিএসটি সহ) পাওয়া যাচ্ছে।
advertisement
6/7
কোম্পানিটি ৩ মাস, ৬ মাস এবং ১২ মাসের মেয়াদের প্ল্যান অফার করে। সমস্ত প্ল্যানেই ৩৩০০ জিবি পর্যন্ত ডেটা ব্যবহারের ফেয়ার ইউসেজ পলিসি (FUP) সীমা রয়েছে।
advertisement
7/7
বিএসএনএল-এর অফার - এদিকে, বিএসএনএল ১৮ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সীমিত সময়ের জন্য একটি অফারও ঘোষণা করেছে। এই অফারের আওতায় সাশ্রয়ী মূল্যের বার্ষিক প্ল্যানে ইউজাররা ৬ মাসের বিনামূল্যে বিআইটিভি প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন, যার মধ্যে ৫০০টিরও বেশি লাইভ চ্যানেল এবং বেশ কয়েকটি প্রধান ওটিটি অ্যাপ অন্তর্ভুক্ত রয়েছে।