TRENDING:

থার্ড পার্টি ইনস্যুরেন্স ব্যাপারটা কী? দুর্ঘটনা ঘটে গেলে ক্ষতিপূরণ কিন্তু আপনি পাবেন না!

Last Updated:
Insurance- থার্ড পার্টি ইনস্যুরেন্স হল এমন একটি বিমা, যেখানে চালক কোনও দুর্ঘটনা ঘটালে তার ক্ষতিপূরণ তাঁকে না দিয়ে দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিকে দেওয়া হয়।
advertisement
1/6
থার্ড পার্টি ইনস্যুরেন্স ব্যাপারটা কী? দুর্ঘটনা ঘটে গেলে ক্ষতিপূরণ কিন্তু আপনি প
ভারতের রাস্তায় গাড়ি চালানোর জন্য থার্ড পার্টি ইনস্যুরেন্স থাকা বাধ্যতামূলক। মোটর ভেহিক্যাল অ্যাক্ট ১৯৮৮-এর ধারা ১৪৬ অনুযায়ী, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। মাথায় রাখতে হবে, কার ইনস্যুরেন্স এবং থার্ড পার্টি ইনস্যুরেন্স আলাদা। এখন প্রশ্ন হল, থার্ড পার্টি ইনস্যুরেন্স কী? এটা থাকলে কী সুবিধা মিলবে?
advertisement
2/6
থার্ড পার্টি ইনস্যুরেন্স কী: থার্ড পার্টি ইনস্যুরেন্স হল এমন একটি বিমা, যেখানে চালক কোনও দুর্ঘটনা ঘটালে তার ক্ষতিপূরণ তাঁকে না দিয়ে দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিকে দেওয়া হয়। ধরে নেওয়া যাক, একজন ব্যক্তি গাড়ি চালাতে গিয়ে অন্য একজনের গাড়িতে ধাক্কা মারলেন। এখন দুর্ঘটনায় ক্ষতি হওয়ার জন্য সেই ব্যক্তি যে গাড়িতে ধাক্কা মেরেছেন ইনস্যুরেন্স কোম্পানি সেই গাড়ির চালককে ক্ষতিপূরণ দেবে।
advertisement
3/6
থার্ড পার্টি ইনস্যুরেন্স না থাকলে কী হবে: থার্ড পার্টি ইনস্যুরেন্স না থাকাটা দণ্ডনীয় অপরাধ। মোটর ভেহিক্যাল অ্যাক্ট অনুযায়ী, মোটা অঙ্কের জরিমানা বা ৩ মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। গাড়ি কেনার সময়ই থার্ড পার্টি ইনস্যুরেন্স করতে হয়। যদি কেউ না করেন, তাহলে ভবিষ্যতে তাঁকে বড়সড় সমস্যায় পড়ার জন্য তৈরি থাকতে হবে। ব্যক্তিগত গাড়ি তো বটেই বাণিজ্যিক গাড়িতেও থার্ড পার্টি ইনস্যুরেন্স করানো বাধ্যতামূলক।
advertisement
4/6
থার্ড পার্টি ইনস্যুরেন্সের সুবিধা: মোটর ভেহিক্যাল অ্যাক্ট অনুযায়ী, কোনও গাড়ি দূর্ঘটনার কারণে কারও শারীরিক বা সম্পত্তির ক্ষতি হলে গাড়ির মালিককেই তার ক্ষতিপূরণ দিতে হয়। এখানেই থার্ড পার্টি ইনস্যুরেন্সের সুবিধা। চালককে ক্ষতিপূরণের টাকাপয়সা নিয়ে চিন্তা করতে হয় না। কোম্পানিই ব্যয়ভার বহন করে। ফলে চালক আর্থিকভাবে সুরক্ষিত থাকেন।
advertisement
5/6
থার্ড পার্টি ইনস্যুরেন্স থাকা মানে মানসিক শান্তি। দুর্ঘটনা এবং ক্ষতিপূরণ, গোটা ব্যাপারটাই ভয় ধরানো। চালককে অপ্রত্যাশিত খরচের জন্য সবসময় তৈরি থাকতে হয়। থার্ড পার্টি ইনস্যুরেন্স ক্ষতিপূরণ সামলায়। চালককে পকেট থেকে এক পয়সাও দিতে হয় না। তাছাড়া থার্ড পার্টি ইনস্যুরেন্স করাও সহজ। অনলাইনেই কেনা যায়। কিংবা পুনর্নবীকরণ করা যায়। একই সঙ্গে এটা সস্তা। আর্থিক খরচ এবং প্রিমিয়ামের ক্ষেত্রেও লাভজনক। ক্ষতিপূরণের হিসেবও করা হয়, বিমাকারীর আয়ের ভিত্তিতে।
advertisement
6/6
বলে রাখা ভাল, থার্ড পার্টি ইনস্যুরেন্স পলিসির প্রিমিয়াম এবং ক্ষতিপূরণের পরিমাণ একেক কোম্পানির একেক রকম। মূলত গাড়ির ব্র্যান্ড, মডেল এবং ভেরিয়েন্ট অনুযায়ী নির্ধারিত হয়। অস্বীকার করার উপায় নেই যে অপ্রত্যাশিত পরিস্থিতি বা ঝামেলার হাত থেকে বাঁচায় এই বিমা। তাই যাঁদের গাড়ি রয়েছে, নিয়মিত চালান বা নতুন গাড়ি কিনছেন তাঁদের জন্য এই বিমা আর্থিক এবং মানসিক শান্তির কাজ করে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
থার্ড পার্টি ইনস্যুরেন্স ব্যাপারটা কী? দুর্ঘটনা ঘটে গেলে ক্ষতিপূরণ কিন্তু আপনি পাবেন না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল