Second Bike-Car Buy: সেকেন্ড হ্যান্ড বাইক-চারচাকা কিনছেন? এই কয়েকটি বিষয় মাথায় না রাখলে চরম বিপদ হতে পারে! ঠকে যাওয়ার আগে জানুন এক নজরে
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Second Bike-Car Buy: কী কী বিষয়ের ওপর আপনাদের নজর দিতে হবে? এই বিষয়ে আইনজীবী সুরজিৎ সিনহা আমাদের জানান, কারও কাছ থেকে পুরানো গাড়ি কেনার সময়ে জেনে নেওয়া প্রয়োজন আরসি বুকে কার নাম রয়েছে।
advertisement
1/10

পুরনো গাড়ি কেনার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আপনাদের নজর দিতে হবে। বর্তমানে অনেকেই দুই চাকা অথবা চারচাকা গাড়ি নতুন কেনার থেকে পুরনো কিনতেই বেশি পছন্দ করছে।
advertisement
2/10
কিন্তু সেই গাড়ি কেনার পরে অনেক ক্ষেত্রেই মালিক বিপদে পড়েন। তাই আগে থেকেই সাবধান হওয়া ভাল। কারণ অনেক সময় কম বাজেটের কারণে পুরনো গাড়ির দিকে ঝোঁকেন ক্রেতারা। তবে কারও কাছ থেকে পুরনো বাইক কেনার আগে বেশ কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে।
advertisement
3/10
কী কী বিষয়ের ওপর আপনাদের নজর দিতে হবে? এই বিষয়ে আইনজীবী সুরজিৎ সিনহা আমাদের জানান, কারও কাছ থেকে পুরানো গাড়ি কেনার সময়ে জেনে নেওয়া প্রয়োজন আরসি বুকে কার নাম রয়েছে।
advertisement
4/10
এছাড়াও SDO অফিসে যেখানে মোটর ভেহিকেল রেজিস্ট্রেশন হয় সেখানে গিয়ে খোঁজ নিতে হবে যিনি গাড়ি বিক্রি করছেন তার নামেই গাড়িটি রয়েছে কিনা এছাড়াও মোবাইলে এখন নতুন অ্যাপ রয়েছে, সে অ্যাপের মাধ্যমেও জানা যাবে গাড়ির মালিকানা কার নামে।
advertisement
5/10
সেই ক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড, সঠিক স্বাক্ষর সবকিছু রয়েছে কিনা সমস্ত বিষয়টি দেখে নেওয়া প্রয়োজন। তবে গাড়ি কেনার সঙ্গে সঙ্গে নাম পরিবর্তন করা যায় না। সেই ক্ষেত্রে আইনি কিছু নিয়ম রয়েছে সেই গলি মেনে নাম পরিবর্তন হয়।
advertisement
6/10
তবে আপনি যখনই গাড়ি কিনবেন ঠিক সেই দিনই আপনার স্থানীয় কোনও কোর্টে গিয়ে একটি উকিলের (আইনজীবী) কাছে কাগজ করে নেওয়া উচিত যে আপনি আগের গাড়ির মালিকের কাছে থেকে ঠিক এত টাকার বিনিময়ে এই মডেলের গাড়িটি কিনছেন।
advertisement
7/10
যদি আপনি নিজের এলাকার বাইরে অন্য কোনও এলাকার গাড়ি কিনতে চান তাহলে সেই ক্ষেত্রে এসডিও অফিসের মোটর ভেহিকেল সেকশনে গিয়ে পুরো বিষয়টি জানান। সেখানে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি যথার্থভাবে পূরণ করার পর সেটি জমা দিন।
advertisement
8/10
নয়তো সেই ক্ষেত্রে সঠিক মালিকানা আপনার নামে রেজিস্ট্রেশন হবে না। এই ফর্মটি পূরণ করলে আগের মালিক যদি ওই গাড়িটি নিয়ে কোনও অপরাধমূলক কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তার সম্পূর্ণ দায় পূর্ব মালিকের।
advertisement
9/10
তবে পুরনো গাড়ি কেনার আগে যে শুধুমাত্র আইন সংক্রান্ত নিয়ম মানতে হবে সেটা নয়, এর পাশাপাশি আপনাকে দেখে নিতে হবে যে মডেলের গাড়িটি কিনছেন সেই মডেলের গাড়িটি এখন পাওয়া যাচ্ছে কিনা। গাড়িটির কোনও সমস্যা হলে তার সমস্ত পার্টস পাওয়া যাবে কিনা সেই বিষয়টি দেখে নেওয়া প্রয়োজন।
advertisement
10/10
এর পাশাপাশি সেই গাড়িটি কত কিলোমিটার চলেছে, কত কিলোমিটার তেল সার্ভিস দেয়, সমস্ত বিষয় খতিয়ে দেখার পরেই কারও কাছ থেকে পুরনো গাড়ি কিনতে পারেন।