বাতাসে বিষ! আপনার বাড়িকে দূষণমুক্ত রাখতে পারে এই জিনিসটি
Last Updated:
দূষণের চাদরে ঢেকেছে ভারতের একাধিক শহর।
advertisement
1/7

দূষণের হাত থেকে রেহাই নেই নয়াদিল্লির। শনিবার সন্ধ্যা ও রবিবার সকালে রাজধানী তে এক পশলা বৃষ্টি হয়। কিন্তু তাতেও দূষণ কমার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। গতকালের চেয়েও এদিন সকালে দূষণের মাত্রা বেশি। দিল্লি-এনসিআর-এর বেশ কয়েকটি জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ৯০০ ছাড়িয়েছে। দূষণের জেরে স্কুল কলেজগুলি আগামি মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের নির্দেশে ৫ নভেম্বর পর্যন্ত যাবতীয় নির্মানকাজও বন্ধ রাখা হয়েছে।
advertisement
2/7
দূষণের চাদরে ঢেকেছে ভারতের একাধিক শহর। বয়স্ক এবং শিশুদের স্বাস্থ্যের জন্য যথেষ্ট ক্ষতিকারক। দূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুস ক্যান্সার, ফুসফুসের অসুখ এবং তীব্র শ্বাস-প্রশ্বাসজনিত সংক্রমণ দেখা দেয়। এই ঝুঁকির থেকে বাঁচতে ঘরে নিয়ে আসুন এয়ার পিউরিফায়ার। এই এয়ার পিউরিফায়ার আপনার ঘরের দূষণের মাত্রা কমিয়ে দেবে যাতে আপনি বাড়িতে আরামে নিঃশ্বাস নিতে পারেন। দেখে নিন কিছু এয়ার পিউরিফায়ার যা আপনার বাড়ির জন্য ভাল।
advertisement
3/7
Honeywell AirTouch A5 - দাম প্রায় ৮২০০ টাকা। এই পিউরিফায়ারটি প্রতি ঘন্টায় ২৫০ মিটার-ঘন বায়ুকে পরিষ্কার করতে পারে।
advertisement
4/7
Xiaomi Mi Air Purifier 2S - দাম প্রায় ৮,৯৯৯ টাকা। এই পিউরিফায়ারটি প্রতি ঘন্টায় ৩১০ মিটার-ঘন বায়ুকে পরিষ্কার করতে পারে।
advertisement
5/7
Samsung AX40K3020WU - দাম ১২,৯৯৯ টাকা। এই পিউরিফায়ারটি প্রতি ঘন্টায় ৩২৭ মিটার-ঘন বায়ুকে পরিষ্কার করতে পারে।
advertisement
6/7
Sharp FP-J40M-W - দাম প্রায় ১৪,৩০০। এই পিউরিফায়ারটি প্রতি ঘন্টায় ২৪০ মিটার-ঘন বায়ুকে পরিষ্কার করতে পারে।
advertisement
7/7
Philips Series 2000 - দাম প্রায় ১৬,০০০ টাকা। এই পিউরিফায়ারটি প্রতি ঘন্টায় ৩৩৩ মিটার-ঘন বায়ুকে পরিষ্কার করতে পারে।